চট্টগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার নাটক সাজিয়ে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে আবদুর রহিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর রবিবার (৮ অক্টোবর) ওই ব্যক্তির গ্রামের বাড়ি থেকে ৬ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রথম আলো।
ওই আসামির নাম আবদুর রহিম। তিনি একটি মাছের দোকানের কর্মচারী। তিনি নোয়াখালীর চরজব্বর থানার চরমজিদ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর নগরের পাহাড়তলী থানা এলাকার একটি ব্যাংক থেকে প্রতিষ্ঠানের ছয় লাখ টাকা উত্তোলন করেন। এর সঙ্গে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে প্রতিষ্ঠানের পাওনা আরও ৬০ হাজার ৩০০ টাকা নেন। কিন্তু আবদুর রহিম ব্যবসাপ্রতিষ্ঠানে টাকাগুলো নিয়ে যাননি। রাত ১১টার দিকে প্রতিষ্ঠানের মালিক মো. ইউসুফ জানতে পারেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালুশাহ মাজারগেটের কাছে অচেতন অবস্থায় পাওয়া গেছে আবদুর রহিমকে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, কীভাবে কালুশাহ মাজারের কাছে গেলেন, তিনি কিছুই জানেন না। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আবদুর রহিম ঘটনার বিষয়ে পুলিশকে কোনো তথ্য দিতে পারছিলেন না।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) ইমান হোসেন ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহের চেষ্টা করেও পাননি। একপর্যায়ে নগরের অলংকার শপিং কমপ্লেক্সের সামনের একটি ফুটেজে দেখা যায়, আবদুর রহিম ঘটনার দিন বিকেল পাঁচটার দিকে শপিং ব্যাগ হাতে নিয়ে সুস্থভাবে হেঁটে যাচ্ছেন। পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশের কাছে স্বীকার করেন, ঘটনার দিন বিকেল পাঁচটার দিকে অলংকার মোড় থেকে নোয়াখালীর চরজব্বর থানার নিজ বাড়িতে গিয়ে টাকাগুলো রেখে আসেন। রাতে অচেতন হওয়ার ভান করে শুয়ে থাকেন সীতাকুণ্ড কালুশাহ মাজারের পাশে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রামাণিক বলেন, “আত্মসাৎ করা ৬ লাখ ৬০ হাজার টাকার মধ্যে ৬ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা আসামি খরচ করে ফেলার কথা স্বীকার করেছেন। প্রতিষ্ঠানের মালিকের করা মামলায় আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আবদুর রহিমকে।”