মধ্যরাত থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
মধ্যরাত থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা
ছবি সংগৃহীত

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে আগামী ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে ইলিশ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। নিষেধাজ্ঞার এই সময়ে পুনর্বাসনের জন্য প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

আজ সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ নিয়ে ব্রিফিংকালে এ নির্দেশনা দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

এ সময় তিনি ঘোষণা দিয়ে বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। এই সময়ে ইলিশ পরিবহন, বাজারজাত ও ক্রয়-বিক্রয় করা যাবে না। এক্ষেত্রে আইন লঙ্ঘন করলে শাস্তির আওতায় আনা হবে। মোবাইল কোর্ট পরিচালনা, মামলা ও টহল দেয়া হবে।

সম্প্রতি দেশের বিভিন্ন মাছ ঘাট ও জেলে পল্লী ঘুরে দেখা গেছে, কেউ কেউ ২২ দিনের জন্য জালসহ মাছ ধরার সব উপকরণ তুলে আনছেন ঘাটে, কেউ ভেড়াচ্ছেন মাছ ধরার নৌকা-ট্রলার। কেউ আবার নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো নদীতে যাচ্ছেন মাছ ধরতে। তবে তাদের ফিরতে হবে রাত ১২টার আগেই।

মৎস্য বিভাগ বলছে, মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চালানো হবে। আর জেলেদের সংকট দূর করতে নিবন্ধিত জেলেদের দেওয়া হবে ২৫ কেজি করে চাল।

এদিকে মাছ ধরা থেকে বিরত রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে নৌ পুলিশ। তারা বলছে, মা ইলিশ রক্ষায় শক্ত অভিযানের কথা। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা আগামী ২২ দিন নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মধ্যরাত থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

মধ্যরাত থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা
ছবি সংগৃহীত

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে আগামী ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে ইলিশ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। নিষেধাজ্ঞার এই সময়ে পুনর্বাসনের জন্য প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

আজ সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ নিয়ে ব্রিফিংকালে এ নির্দেশনা দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

এ সময় তিনি ঘোষণা দিয়ে বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। এই সময়ে ইলিশ পরিবহন, বাজারজাত ও ক্রয়-বিক্রয় করা যাবে না। এক্ষেত্রে আইন লঙ্ঘন করলে শাস্তির আওতায় আনা হবে। মোবাইল কোর্ট পরিচালনা, মামলা ও টহল দেয়া হবে।

সম্প্রতি দেশের বিভিন্ন মাছ ঘাট ও জেলে পল্লী ঘুরে দেখা গেছে, কেউ কেউ ২২ দিনের জন্য জালসহ মাছ ধরার সব উপকরণ তুলে আনছেন ঘাটে, কেউ ভেড়াচ্ছেন মাছ ধরার নৌকা-ট্রলার। কেউ আবার নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো নদীতে যাচ্ছেন মাছ ধরতে। তবে তাদের ফিরতে হবে রাত ১২টার আগেই।

মৎস্য বিভাগ বলছে, মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চালানো হবে। আর জেলেদের সংকট দূর করতে নিবন্ধিত জেলেদের দেওয়া হবে ২৫ কেজি করে চাল।

এদিকে মাছ ধরা থেকে বিরত রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে নৌ পুলিশ। তারা বলছে, মা ইলিশ রক্ষায় শক্ত অভিযানের কথা। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা আগামী ২২ দিন নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।