শুরুটা স্বপ্নের মতো করেছিল আফগানিস্তান। মার্ক উড-রিস টপলিদের মতো পেসারদের নতুন বলে পাত্তাই দেননি রহমানুল্লাহ গুরবাজ-ইব্রাহিম জাদরানরা। উদ্বোধনী জুটি ভেঙে প্রথম সাফল্য পেতে ইংলিশদের অপেক্ষা করতে হয়েছে ১৭তম ওভার পর্যন্ত। তবে এরপর পথ হারায় আফগানরা। তবে লোয়ার মিডল অর্ডারে ইকরাম আলিখীল ফিফটি হাঁকিয়ে দলকে লড়াইয়ে রাখেন। গুরবাজের ৮০ ও আলিখীলের ৫৮ রানের সুবাদে ইংলিশদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলী স্টেডিমায়ে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৮৪ রান তুলে অলআউট হয়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ইংল্যান্ডের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার আদিল রশিদ।