যশোর শহরে মুজিব সড়কে রিপন হোসেন (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৮ টার দিকে জিলা স্কুলের কাছে ঘটনাটি ঘটে। নিহত রিপন খড়কি কবরস্থান পাড়ার বুড়োর ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার রাতে রিপন হোসেন রেলগেট এলাকা থেকে রিকশায় চড়ে দড়াটানার দিকে আসছিলেন। জিলা স্কুলের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা গরু জবাই করা ছুরি দিয়ে রিপনের বুকে এলোপাতাড়ি আঘাত করে। ছুরিকাঘাতের পর তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। দুর্বৃত্তরা চলে গেলে লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানিয়েছেন, হাসপাতালে রিপনকে মৃত অবস্থায় আনা হয়। ফুসফুসে আঘাত লাগার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খড়কি এলাকার বাসিন্দা ভুট্টো জানিয়েছেন, রিপন হোসেন পেশায় লেদমিস্ত্রি। পূর্ব শত্রুতার জের ধরে গাড়িখানার সাকিব ও সাকলাইনের নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম চৌধুরী জানান, মুজিব সড়কে রিপন নামে একজন খুন হওয়ার খবর পাওয়া মাত্র সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।