রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে হরতালের ডাক দেওয়ার তথ্য জানানো হয়েছে।

 

এছাড়া বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন।

তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কোনো নেতার বক্তব্য এখনও পাওয়া যায়নি।

এর আগে পুলিশি বাধার মুখে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ দুপুর আড়াইটার দিকে পণ্ড হয়ে যায়। নেতাকর্মীরা নয়াপল্টন ছেড়ে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতারা সবাই দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

কয়েক সপ্তাহ আগে আজ ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ছিল। বিএনপির মহাসমাবেশের পাল্টা হিসেবে রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সেই সমাবেশ চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে হরতালের ডাক দেওয়ার তথ্য জানানো হয়েছে।

 

এছাড়া বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন।

তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কোনো নেতার বক্তব্য এখনও পাওয়া যায়নি।

এর আগে পুলিশি বাধার মুখে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ দুপুর আড়াইটার দিকে পণ্ড হয়ে যায়। নেতাকর্মীরা নয়াপল্টন ছেড়ে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতারা সবাই দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

কয়েক সপ্তাহ আগে আজ ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ছিল। বিএনপির মহাসমাবেশের পাল্টা হিসেবে রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সেই সমাবেশ চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত