ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত বন্ধে যুদ্ধিবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এবার বৈশ্বিক এই আহ্বান প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্রও। দেশটি বলেছে, এখন যুদ্ধবিরতির সময় নয়।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জন কিরবি বলেন, যুদ্ধবিরতির পরিবর্তে গাজায় সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া প্রয়োজন। গাজার ২২ লাখ মানুষ খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের সংকটে ভুগছে।
এর আগে গাজায় যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার ইসরায়েলের তেল আবিবে বিদেশি গণমাধ্যমের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধবিরতি হবে না। এখন যুদ্ধের সময়। আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য আমরা যুদ্ধ করছি।
নেতানিয়াহু আরও বলেন, এখন যুদ্ধবিরতির আহ্বানের অর্থ হচ্ছে ইসরায়েলকে হামাসের কাছে আত্মসমর্পণের আহ্বান। অর্থাৎ সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণের আহ্বান। এটি আমরা কখনোই করব না।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে তীব্র যুদ্ধ চলছে। গাজার স্বাস্থ্য সমন্ত্রণালয় জানিয়েছে, গত ২৩ দিনে ইসরায়েলি বোমা হামলায় ৮ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তাদের অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া হামাসের হাতে আটক রয়েছে অন্তত ২২৯জন।