বকশীগঞ্জে এমপি’র ভাতিজাকে পুলিশ পরিচয়ে হুমকি,থানায় অভিযোগ

আবদুল লতিফ লায়ন জেলা প্রতিনিধি, জামালপুর
বকশীগঞ্জে এমপি’র ভাতিজাকে পুলিশ পরিচয়ে হুমকি,থানায় অভিযোগ
অভিযুক্ত যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের এস আই পরিচয়ে পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি’র ভাতিজাকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলমের বিরু সে উপজেলার উজান খেওয়ারচর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। হুমকির ঘটনায় এমপির ভাতিজা রেজাউল করিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জিডি সূত্রে জানা যায়,গত ২৪ অক্টোবর রাত ১০ টার দিকে রেজাউল করিম বাবুর ফোনে কল দেয় যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম। এ সময় সে নিজেকে বকশীগঞ্জ থানার এস আই ফিরোজ পরিচয় দেয় এবং তার সাথে দেখা করতে বলে। সে যদি তার সাথে দেখা না করে যে কোন সময় বড় ধরনের ক্ষতি করিবে বলে হুমকি দেয়। হুমকির কথোপকথনের কল রেকর্ড করেন রেজাউল করিম। এরপর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় গত সোমবার রাতে যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন রেজাউল করিম।

এ ব্যাপারে যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে স্বাক্ষাতে কথা বলি বলে ফোনের লাইন কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ জানান,জাহাঙ্গীর যুবলীগের কোন পদে নেই। সে যুবলীগের কর্মী। কাউকে হুমকি ধামকি দেওয়ার বিষয়টি তার একান্তই ব্যাক্তিগত। ব্যাক্তির দ্বায়ভার সংগঠন নিবে না।

রেজাউল করিম বাবু বলেন,জাহাঙ্গীর এলাকায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও সেবনকারী। এছাড়াও সে যুবলীগ নেতা পরিচয় দিয়ে দিনের পর দিন নদী থেকে বালু উত্তোলন করে আসছে। পুলিশ পরিচয় দিয়ে সে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এরপর থেকেই জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল আহাদ খান বলেন,আমি বকশীগঞ্জ থানায় মাত্র যোগদান করেছি তাই এ বিষয়টি আমার কাছে জানা নেই। বিস্তারিত জেনে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বকশীগঞ্জে এমপি’র ভাতিজাকে পুলিশ পরিচয়ে হুমকি,থানায় অভিযোগ

বকশীগঞ্জে এমপি’র ভাতিজাকে পুলিশ পরিচয়ে হুমকি,থানায় অভিযোগ
অভিযুক্ত যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের এস আই পরিচয়ে পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি’র ভাতিজাকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলমের বিরু সে উপজেলার উজান খেওয়ারচর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। হুমকির ঘটনায় এমপির ভাতিজা রেজাউল করিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জিডি সূত্রে জানা যায়,গত ২৪ অক্টোবর রাত ১০ টার দিকে রেজাউল করিম বাবুর ফোনে কল দেয় যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম। এ সময় সে নিজেকে বকশীগঞ্জ থানার এস আই ফিরোজ পরিচয় দেয় এবং তার সাথে দেখা করতে বলে। সে যদি তার সাথে দেখা না করে যে কোন সময় বড় ধরনের ক্ষতি করিবে বলে হুমকি দেয়। হুমকির কথোপকথনের কল রেকর্ড করেন রেজাউল করিম। এরপর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় গত সোমবার রাতে যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন রেজাউল করিম।

এ ব্যাপারে যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে স্বাক্ষাতে কথা বলি বলে ফোনের লাইন কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ জানান,জাহাঙ্গীর যুবলীগের কোন পদে নেই। সে যুবলীগের কর্মী। কাউকে হুমকি ধামকি দেওয়ার বিষয়টি তার একান্তই ব্যাক্তিগত। ব্যাক্তির দ্বায়ভার সংগঠন নিবে না।

রেজাউল করিম বাবু বলেন,জাহাঙ্গীর এলাকায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও সেবনকারী। এছাড়াও সে যুবলীগ নেতা পরিচয় দিয়ে দিনের পর দিন নদী থেকে বালু উত্তোলন করে আসছে। পুলিশ পরিচয় দিয়ে সে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এরপর থেকেই জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল আহাদ খান বলেন,আমি বকশীগঞ্জ থানায় মাত্র যোগদান করেছি তাই এ বিষয়টি আমার কাছে জানা নেই। বিস্তারিত জেনে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত