জামায়াত নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
জামায়াত নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা
আব্দুর রাজ্জাক

নাটোরের সিংড়ায় আব্দুর রাজ্জাক (৭০) নামে এক জামায়াত নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

আহত আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি। তিনি ওই ইউনিয়নের করচমারিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে অস্ত্র দেখিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার একটি সড়কে চোখ বেঁধে রক্তাক্ত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় আব্দুর রাজ্জাককে পড়ে থাকতে দেখতে স্থানী‌য়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিংড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ. ব. ম আমান উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক জুম্মার নামাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় তার পথরোধ করে বেশকিছু দুর্বৃত্ত মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

তিনি বলেন, দুর্বৃত্তরা পিটিয়ে আব্দুর রাজ্জাকের দুই পা ভেঙে ফেলেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শুনেছি তিনি (জামায়াত নেতা) আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে কিভাবে এ ঘটনা ঘটল তা সঠিক বলছে পারছি না।

ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জামায়াত নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

জামায়াত নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা
আব্দুর রাজ্জাক

নাটোরের সিংড়ায় আব্দুর রাজ্জাক (৭০) নামে এক জামায়াত নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

আহত আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি। তিনি ওই ইউনিয়নের করচমারিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে অস্ত্র দেখিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার একটি সড়কে চোখ বেঁধে রক্তাক্ত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় আব্দুর রাজ্জাককে পড়ে থাকতে দেখতে স্থানী‌য়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিংড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ. ব. ম আমান উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক জুম্মার নামাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় তার পথরোধ করে বেশকিছু দুর্বৃত্ত মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

তিনি বলেন, দুর্বৃত্তরা পিটিয়ে আব্দুর রাজ্জাকের দুই পা ভেঙে ফেলেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শুনেছি তিনি (জামায়াত নেতা) আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে কিভাবে এ ঘটনা ঘটল তা সঠিক বলছে পারছি না।

ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত