নড়াইলে ডাবের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলে ডাবের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির তালবাড়িয়া গ্রামে ডাব খাওয়ানোর কথা বলে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত ধর্ষক আশিকুর রহমান সাগরকে গ্রেফতার করেছে।

মামলা সুত্রে জানা গেছে,উপজেলার তালবাড়ীয়া গ্রামের ৯ বছর বয়সী ওই শিশু লোহাগড়ার একটি আবাসিক মহিলা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় শিশুটি নিজ বাড়িতে যায়। পিতৃহারা ওই শিশুর মা তাকে বাড়িতে রেখে অন্য বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে যান। দুপুরের দিকে অভিযুক্ত তালবাড়িয়া গ্রামের আলী আহমেদ মোল্যার ছেলে আশিকুর রহমান সাগর(১৪) শিশুটিকে ডাব খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাছের ঘেরের পাড়ে নির্জন এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। সন্ধ্যার পর তার মা বাড়িতে ফিরে দেখে শিশুটি কান্না করছে। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার মায়ের কাছে বিস্তারিত জানায়। পরদিন শনিবার লোহাগড়া হাসপাতালে অসুস্থ শিশুকে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা-নিরীক্ষা জন্য নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, রবিবার (১২নভেম্বর) সকালে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আশিকুর রহমান সাগরকে দুপুরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নড়াইলে ডাবের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

নড়াইলে ডাবের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির তালবাড়িয়া গ্রামে ডাব খাওয়ানোর কথা বলে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত ধর্ষক আশিকুর রহমান সাগরকে গ্রেফতার করেছে।

মামলা সুত্রে জানা গেছে,উপজেলার তালবাড়ীয়া গ্রামের ৯ বছর বয়সী ওই শিশু লোহাগড়ার একটি আবাসিক মহিলা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় শিশুটি নিজ বাড়িতে যায়। পিতৃহারা ওই শিশুর মা তাকে বাড়িতে রেখে অন্য বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে যান। দুপুরের দিকে অভিযুক্ত তালবাড়িয়া গ্রামের আলী আহমেদ মোল্যার ছেলে আশিকুর রহমান সাগর(১৪) শিশুটিকে ডাব খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাছের ঘেরের পাড়ে নির্জন এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। সন্ধ্যার পর তার মা বাড়িতে ফিরে দেখে শিশুটি কান্না করছে। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার মায়ের কাছে বিস্তারিত জানায়। পরদিন শনিবার লোহাগড়া হাসপাতালে অসুস্থ শিশুকে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা-নিরীক্ষা জন্য নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, রবিবার (১২নভেম্বর) সকালে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আশিকুর রহমান সাগরকে দুপুরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত