সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারি পরিচালক পরিচয়দানকারী এক প্রতারককে আটক করা হয়েছে । বুধবার (১৮ জানুয়ারি) বিকালে কলারোয়া সীমান্তের হিজলদী বিজিবি ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
আটক প্রতারকের নাম রুম্মান হোসেন, নড়াইলের জেলার লোহাগাড়া উপজেলার চাচই ধানিয়র গ্রামের কাশেম শেখ এর ছেলে।
কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা জানান, আজ বিকালে প্রতারক রুম্মন হোসেন কলারোয়া সীমান্তের হিজলদী বিজিবি ক্যাম্পে যায়। সেখানে সে নিজেকে এনএসআই এর সহকারি পরিচালক পরিচয় দেয়।
পরবর্তীতে তার গতিবিধি সন্দেহ হলে হিজলদি বিওপির ক্যাম্প কমান্ডার আবুল কাশেম সাতক্ষীরার এনএসআই অফিসের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়। ওসি বলেন, প্রতারক রুম্মন হোসেনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।