নড়াইলে ধর্ষণে বাঁধা দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলে ধর্ষণে বাঁধা দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে একজন বাক-প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণে বাধা দেওয়ায় প্রতিবন্ধী মেয়ের মাকে কুপিয়ে গুরুতর জখম করেছে একই গ্রামের মৃত মনা মোল্লার ছেলে জাকির মোল্লা। গুরুতর আহত রোজিনা বেগম (৪০) কে এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় ভুক্তভোগী লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে গত শুক্রবার সকালে ওই প্রতিবন্ধীর মা রোজিনা বেগম বাড়ীর পাশে একটি মাঠে গরু বাঁধতে যান। এসময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের মনা মোল্লার ছেলে জাকির মোল্লা (৪০) ঘুমন্ত বাক-প্রতিবন্ধী কে ধর্ষণের চেষ্টা করে। মেয়ের গোংগানীর শব্দে মা রোজিনা বেগম দৌঁড়ে এসে দেখতে পায়, জাকির তার মেয়ের হাত ধরে ধস্তাধস্তি করছে। এ সময় বাঁধা দিলে অভিযুক্ত জাকির তার কাছে থাকা দা দিয়ে রোজিনা বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। মার চিৎকার চেঁচামেচি শুনে ছেলে মেহেদী হাসান এগিয়ে আসলে তাকেও মারধোর করা হয়।

এ ঘটনায় রোজিনার স্বামী মাহাত্তাব উদ্দিন বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান সোমবার (১৩ নভেম্বর) অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নড়াইলে ধর্ষণে বাঁধা দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

নড়াইলে ধর্ষণে বাঁধা দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে একজন বাক-প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণে বাধা দেওয়ায় প্রতিবন্ধী মেয়ের মাকে কুপিয়ে গুরুতর জখম করেছে একই গ্রামের মৃত মনা মোল্লার ছেলে জাকির মোল্লা। গুরুতর আহত রোজিনা বেগম (৪০) কে এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় ভুক্তভোগী লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে গত শুক্রবার সকালে ওই প্রতিবন্ধীর মা রোজিনা বেগম বাড়ীর পাশে একটি মাঠে গরু বাঁধতে যান। এসময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের মনা মোল্লার ছেলে জাকির মোল্লা (৪০) ঘুমন্ত বাক-প্রতিবন্ধী কে ধর্ষণের চেষ্টা করে। মেয়ের গোংগানীর শব্দে মা রোজিনা বেগম দৌঁড়ে এসে দেখতে পায়, জাকির তার মেয়ের হাত ধরে ধস্তাধস্তি করছে। এ সময় বাঁধা দিলে অভিযুক্ত জাকির তার কাছে থাকা দা দিয়ে রোজিনা বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। মার চিৎকার চেঁচামেচি শুনে ছেলে মেহেদী হাসান এগিয়ে আসলে তাকেও মারধোর করা হয়।

এ ঘটনায় রোজিনার স্বামী মাহাত্তাব উদ্দিন বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান সোমবার (১৩ নভেম্বর) অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত