মাদারীপুরে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালটি চলবে।
এর আগে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এ হরতালের ডাক দেয় বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।
এসময়ে অফিস-আদালত, স্কুলকলেজ, দোকানপাট যথারীতি নিয়মে খোলা ছিল। শহরে সড়কে অটোরিক্সা, তিন চাকার ইজিবাইকসহ সব ধরনের যানবাহনের চলাচল ছিলো স্বাভাবিক। শহরের অভ্যন্তরীণ রুটের বাসগুলোর চলাচল ছিল। এসময়ে শহরের হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিছিল সমাবেশ কারার খবর পাওয়া যায়নি। এদিকে দূরপাল্লার কিছু পরিবহনের বাস চলাচল করছে।
অটোরিক্সা চালক লোকমান বলেন, অটোরিক্সায় যাত্রী নিয়ে এক জাগায় থেকে অন্য জাগায় যাতায়াত করছি কোন বাধার সম্মুখিক হয়নি। আগে যেমন অটোরিক্সায় যাত্রী নিয়ে যেতাম আজও সেরকম গিয়েছি।