যে কারণে এক ঘণ্টা আগেই শেষ হলো তৃতীয় দিনের খেলা

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
যে কারণে এক ঘণ্টা আগেই শেষ হলো তৃতীয় দিনের খেলা
তৃতীয় দিনের শুরুতে ব্যাটে নামে নিউজিল্যান্ড/এএফপি

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটির তৃতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়েছে। দুপুর আড়াইটার দিকে আলোক স্বল্পতায় খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করেও খেলা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট আলো পাওয়া যায়নি। ফলে, বিকেল সোয়া ৪টায় তৃতীয় দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

বৃষ্টির প্রভাবে প্রথম সেশন পুরোটা ভেসে যাওয়ার কারণে শেষ সেশনে ৪৫ মিনিট বেশি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আলো থাকা সাপেক্ষে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত তৃতীয় দিনের খেলা চলার কথা ছিল। প্রকৃতির বাগড়ায় নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে সমাপ্ত ঘোষণা করা হয় খেলা।

দ্বিতীয় দিনের পুরোটা ভেসে যাওয়ার পর শুক্রবার খেলা হয়েছে ৩২.৩ ওভার। দ্বিতীয় ইনিংসে ৮ ওভার ব্যাট করে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। দিন শেষে বাংলাদেশের লিড ৩০ রানের।

এর আগে তৃতীয় দিনের শুরুতে ৫৫ রানে ৫ উইকেট নিয়ে খেলতে নেমে ২৪.৩ ওভারে আরও ১২৫ রান যোগ করে নিউজিল্যান্ড। এর মধ্যে শেষ ৩ উইকেটে আসে ৮৩ রান। যার সৌজন্যে তারা পায় ৮ রানের লিড। তাদের লিড এনে দেওয়ার কাজটি করেন গ্লেন ফিলিপস। আগ্রাসী ব্যাটিংয়ে ৯ চার ও ৪ ছক্কায় ৭২ বলে ৮৭ রান করেন তিনি।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম নেন ৩টি করে উইকেট।

পরে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই ফেরেন মাহমুদুল হাসান জয়। নাজমুল হোসেন শান্ত ইতিবাচক শুরু করেও বেশি দূর যেতে পারেননি। চতুর্থ দিন সকাল সোয়া নয়টায় লিড বাড়িয়ে নেওয়ার লক্ষ্য নামবেন জাকির হাসান ও মুমিনুল হক।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

যে কারণে এক ঘণ্টা আগেই শেষ হলো তৃতীয় দিনের খেলা

যে কারণে এক ঘণ্টা আগেই শেষ হলো তৃতীয় দিনের খেলা
তৃতীয় দিনের শুরুতে ব্যাটে নামে নিউজিল্যান্ড/এএফপি

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটির তৃতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়েছে। দুপুর আড়াইটার দিকে আলোক স্বল্পতায় খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করেও খেলা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট আলো পাওয়া যায়নি। ফলে, বিকেল সোয়া ৪টায় তৃতীয় দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

বৃষ্টির প্রভাবে প্রথম সেশন পুরোটা ভেসে যাওয়ার কারণে শেষ সেশনে ৪৫ মিনিট বেশি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আলো থাকা সাপেক্ষে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত তৃতীয় দিনের খেলা চলার কথা ছিল। প্রকৃতির বাগড়ায় নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে সমাপ্ত ঘোষণা করা হয় খেলা।

দ্বিতীয় দিনের পুরোটা ভেসে যাওয়ার পর শুক্রবার খেলা হয়েছে ৩২.৩ ওভার। দ্বিতীয় ইনিংসে ৮ ওভার ব্যাট করে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। দিন শেষে বাংলাদেশের লিড ৩০ রানের।

এর আগে তৃতীয় দিনের শুরুতে ৫৫ রানে ৫ উইকেট নিয়ে খেলতে নেমে ২৪.৩ ওভারে আরও ১২৫ রান যোগ করে নিউজিল্যান্ড। এর মধ্যে শেষ ৩ উইকেটে আসে ৮৩ রান। যার সৌজন্যে তারা পায় ৮ রানের লিড। তাদের লিড এনে দেওয়ার কাজটি করেন গ্লেন ফিলিপস। আগ্রাসী ব্যাটিংয়ে ৯ চার ও ৪ ছক্কায় ৭২ বলে ৮৭ রান করেন তিনি।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম নেন ৩টি করে উইকেট।

পরে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই ফেরেন মাহমুদুল হাসান জয়। নাজমুল হোসেন শান্ত ইতিবাচক শুরু করেও বেশি দূর যেতে পারেননি। চতুর্থ দিন সকাল সোয়া নয়টায় লিড বাড়িয়ে নেওয়ার লক্ষ্য নামবেন জাকির হাসান ও মুমিনুল হক।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত