চট্টগ্রামে ম্যাট্রেস কারখানার আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
চট্টগ্রামে ম্যাট্রেস কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি

চট্টগ্রামের কালুরঘাটে একটি ম্যাট্রেস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা লেগেছে।

শনিবার সকালে কালুরঘাট বিসিক এলাকায় ‘কাদের বেডিং’ নামে কারখানাটিতে আগুন ধরে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল্লাহ হারুন পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভানোর কাজ চলছে।

“তুলার আগুন উপর থেকে নির্বাপণ হলেও ভেতরে থেকে যায়। কিছুক্ষণ পরপর সেগুলো দেখা যায়। তাই পুরোপুরি নির্বাপণের কাজ চলছে।”

আগুন নেভাতে কালুরঘাট ফায়ার স্টেশনের পাশাপাশি বিভিন্ন স্টেশন থেকে আসা মোট সাতটি ইউনিট কাজ করছে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রামে ম্যাট্রেস কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে ম্যাট্রেস কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি

চট্টগ্রামের কালুরঘাটে একটি ম্যাট্রেস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা লেগেছে।

শনিবার সকালে কালুরঘাট বিসিক এলাকায় ‘কাদের বেডিং’ নামে কারখানাটিতে আগুন ধরে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল্লাহ হারুন পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভানোর কাজ চলছে।

“তুলার আগুন উপর থেকে নির্বাপণ হলেও ভেতরে থেকে যায়। কিছুক্ষণ পরপর সেগুলো দেখা যায়। তাই পুরোপুরি নির্বাপণের কাজ চলছে।”

আগুন নেভাতে কালুরঘাট ফায়ার স্টেশনের পাশাপাশি বিভিন্ন স্টেশন থেকে আসা মোট সাতটি ইউনিট কাজ করছে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত