আজ ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস। নড়াইলের বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের এই দিন নড়াইলকে সম্পূর্ণভাবে শত্রুমুক্ত করতে সক্ষম হন। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে নড়াইল হানাদার মুক্ত দিবস।
জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে রবিবার সকালে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, জেলা জজ আদালত চত্বরে পাশে অবস্থিত ৭১ এর বধ্যভূমি, শহরের পুরাতন বাস টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যাল, শহরের রুপগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ডের গণকবরে পুস্পমাল্য অর্পন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ শেষে কমপ্লেক্স এর সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সব অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস,পুলিশ সুপার মেহেদী হাসান, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা এস এম বাকী,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন, রচনা প্রতিযোগিতা ও জারি গানের আয়োজন করা হয়েছে।