নড়াইলের লোহাগড়া উপজেলা স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব প্রধান অতিথি হিসেবে সমাবেশের সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে গত ৮ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর তারিখ পর্যন্ত ৪ দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বছর লোহাগড়া উপজেলার মোট ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২৫৬ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি অনিমেশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. আহসান হাবীব বলেন, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতি ও খেলাধুলার কোন বিকল্প নেই।এদিক থেকে যশোর শিক্ষা বোর্ডের মধ্যে নড়াইল অন্যতম। শিক্ষার সাথে সাথে লোহাগড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কো-কারিকুলামে আরো এক ধাপ এগিয়ে দেশের সুনাম অর্জন করেছে। খেলাধুলায় লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকগুলো স্বর্ণপদক অর্জন করে কৃতিত্ব অর্জন করেছে। বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে এই স্কুলের এ্যাথলেথিকরা সুনামের সঙ্গে তারা খেলাধুলা করে নড়াইলের মুখ উজ্জ্বল করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এম আব্দুর রহিম,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডঃ বিশ্বাস শাহীন আহমেদ, উপ পরিচালক ড. এএসএম রফিকুর রহমান,ইঞ্জিনিয়ার কামাল হোসেন, লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া,নড়াইল জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কশিশনার এবং ক্যাম্প চিফ মোঃ সিদ্দিকুর রহমান,শাহীনুর রহমান টিটো,শাহ আলম,হান্নান বিশ্বাস, কাজী কামরুল হুদা, শাহ সুরুজসহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
রাতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্কাউটসের অনুষ্ঠান শেষ হয়।