মেয়ের খরচ দিতে অস্বীকৃতি, জেল হতে পারে সাবেক বার্সা তারকার

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
মেয়ের খরচ দিতে অস্বীকৃতি, জেল হতে পারে সাবেক বার্সা তারকার
স্যামুয়েল ইতো/সংগৃহীত

মেয়ের ভরণপোষণ না দেওয়ায় বার্সেলোনার কিংবদন্তি স্যামুয়েল ইতোকে কারাগারে পাঠানো হতে পারে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদপত্র স্পোর্ট।

মাদ্রিদে থাকার সময় ইতোর সাবেক সঙ্গী অ্যাডিলিউসার গর্ভে তার এক কন্যা সন্তানের জন্ম হয়। সেই এরিকা ডি রোজারিওর বয়স এখন ২২ বছর।

ক্যামেরুনিয়ান ফুটবল কিংবদন্তি বর্তমানে তার দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। ৯০-এর দশকে রিয়াল মাদ্রিদে খেলার সময় অ্যাডিলিউসার সঙ্গে সম্পর্কে জড়ান ও কন্যা সন্তানের জন্ম হয়। তবে এত বছর মেয়ের বিষয়ে জানতেন না তিনি।

২০২২ সালে ফেব্রুয়ারিতে ‌ইতো মেয়ের পরিচয় পান। ওই সময় কথা ছিল, আর্থিক দুরাবস্থায় থাকা এরিকাকে মাসিক ১,৪০০ ডলার করে দেবেন ইতো। তবে গত পাঁচ বছরে তিনি সেই অর্থ প্রদানে গড়িমসি করে আসছিলেন।

বিষয়টি গড়িয়েছে মাদ্রিদের আদালত পর্যন্তও। যেখানে এরিকা তার বাবার কাছে পাঁচ বছরের ভরণপোষণের ৯০,০০০ ডলার দাবি করেছেন।

এরিকার আইনজীবী ফার্নান্দো ওসুনা বলেন, “ইতো বিলাসবহুল জীবনযাপন করলেও তিনি মেয়েকে অর্থ দেননি।”

তিনি বলেন, “কন্যার অর্থ না দেওয়ায় আমরা তার বিচার চাইছি।”

খেলোয়াড়ি জীবনে নানা বিতর্কে উঠে এসেছেন স্যামুয়েল ইতো। বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান, চেলসি, এভারটনের মতো ক্লাবে খেলেছেন।

২০০৯-১০ মৌসুমে ট্রেবলজয়ী ইন্টার দলের সদস্য ছিলেন তিনি। ক্যারিয়ারে ৭২৮টি ম্যাচে ৩৬৪ গোল ও ১১৭টি গোলে সহায়তা করেছেন ইতো।

জাতীয় দলের হয়ে ১১৮ বার মাঠে নেমে ৫৬ গোল করেন। আধুনিক ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার মনে করা হয় তাকে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মেয়ের খরচ দিতে অস্বীকৃতি, জেল হতে পারে সাবেক বার্সা তারকার

মেয়ের খরচ দিতে অস্বীকৃতি, জেল হতে পারে সাবেক বার্সা তারকার
স্যামুয়েল ইতো/সংগৃহীত

মেয়ের ভরণপোষণ না দেওয়ায় বার্সেলোনার কিংবদন্তি স্যামুয়েল ইতোকে কারাগারে পাঠানো হতে পারে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদপত্র স্পোর্ট।

মাদ্রিদে থাকার সময় ইতোর সাবেক সঙ্গী অ্যাডিলিউসার গর্ভে তার এক কন্যা সন্তানের জন্ম হয়। সেই এরিকা ডি রোজারিওর বয়স এখন ২২ বছর।

ক্যামেরুনিয়ান ফুটবল কিংবদন্তি বর্তমানে তার দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। ৯০-এর দশকে রিয়াল মাদ্রিদে খেলার সময় অ্যাডিলিউসার সঙ্গে সম্পর্কে জড়ান ও কন্যা সন্তানের জন্ম হয়। তবে এত বছর মেয়ের বিষয়ে জানতেন না তিনি।

২০২২ সালে ফেব্রুয়ারিতে ‌ইতো মেয়ের পরিচয় পান। ওই সময় কথা ছিল, আর্থিক দুরাবস্থায় থাকা এরিকাকে মাসিক ১,৪০০ ডলার করে দেবেন ইতো। তবে গত পাঁচ বছরে তিনি সেই অর্থ প্রদানে গড়িমসি করে আসছিলেন।

বিষয়টি গড়িয়েছে মাদ্রিদের আদালত পর্যন্তও। যেখানে এরিকা তার বাবার কাছে পাঁচ বছরের ভরণপোষণের ৯০,০০০ ডলার দাবি করেছেন।

এরিকার আইনজীবী ফার্নান্দো ওসুনা বলেন, “ইতো বিলাসবহুল জীবনযাপন করলেও তিনি মেয়েকে অর্থ দেননি।”

তিনি বলেন, “কন্যার অর্থ না দেওয়ায় আমরা তার বিচার চাইছি।”

খেলোয়াড়ি জীবনে নানা বিতর্কে উঠে এসেছেন স্যামুয়েল ইতো। বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান, চেলসি, এভারটনের মতো ক্লাবে খেলেছেন।

২০০৯-১০ মৌসুমে ট্রেবলজয়ী ইন্টার দলের সদস্য ছিলেন তিনি। ক্যারিয়ারে ৭২৮টি ম্যাচে ৩৬৪ গোল ও ১১৭টি গোলে সহায়তা করেছেন ইতো।

জাতীয় দলের হয়ে ১১৮ বার মাঠে নেমে ৫৬ গোল করেন। আধুনিক ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার মনে করা হয় তাকে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত