নড়াইল ২ আসনে মাশরাফি বিন মুর্তজার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট খন্দকার ফাইফুজ্জামান ফিরোজ নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে নড়াইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার ও জনসংযোগে নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠছে। প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটের পাল্লা ভারি করতে হাট-বাজার ও পথপ্রান্তরে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
তিনি সদর উপজেলার মাইজপাড়া হাটে শুক্রবার ও শনিবার জনসংযোগ চালিয়েছেন। কর্মী ও সমর্থকদের নিয়ে হাটের বিভিন্ন অলিগলিতে লিফলেট বিতরণ করেন। ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট চান। সবাইকে উদ্বুদ্ধ করেন ভোটকেন্দ্রে যেতে। তবে বিগত বছরগুলোতে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোটারদের পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফাইফুজ্জামান ফিরোজ আগামী ৭ জানুয়ারির সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত। আসনে মোট ৫ জন প্রার্থী নির্বাচন করছেন।