বড়দিনে সাধারণ ক্ষমা, হাজারো বন্দিকে মুক্তি দিল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বড়দিনে সাধারণ ক্ষমা, হাজারো বন্দিকে মুক্তি দিল শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত

বড়দিন উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় কারাগার থেকে এক হাজার চার বন্দিকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ এ ক্ষমা ঘোষণা করেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দেশটির কারা কমিশনার গামিনি দিশানায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বড়দিনে মুক্তি পাওয়া এক হাজার চার বন্দির মধ্যে বেশিরভাগই তাদের বকেয়া জরিমানা দিতে না পারায় জেলে ছিলেন। এর মধ্যে দেশটির বহু নাগরিকও আছেন।

এর আগেও, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কায় ভেসাক উপলক্ষে এ একই সংখ্যক বন্দিকে মুক্তি দেয়া হয়েছিল। ভেসাক বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব। এটি তাদের ধর্মগুরু বুদ্ধের জন্ম, জ্ঞানলাভ এবং মৃত্যু উদযাপনের জন্য প্রতিবছর মে মাসে পালন করা হয়ে থাকে।

বড় দিনের আগে দেশটির সেনাবাহিনীর সপ্তাহব্যাপী মাদকবিরোধী অভিযানে পুলিশ প্রায় ১৫,০০০ জনকে গ্রেপ্তার করে। তাদেরও ক্ষমা করেছে শ্রীলঙ্কার বিচার বিভাগ।

দ্বীপ রাষ্ট্রটিতে ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি রয়েছে। তাদের ধারণ ক্ষমতা ১১,০০০ হলেও শুক্রবার (২২ ডিসেম্বর) পর্যন্ত বন্দির সংখ্যা ৩০,০০০।

এ কারণে বিশেষ বিশেষ উপলক্ষে দেশটির কারাগার থেকে বন্দিদের মুক্তি দেয় সরকার।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বড়দিনে সাধারণ ক্ষমা, হাজারো বন্দিকে মুক্তি দিল শ্রীলঙ্কা

বড়দিনে সাধারণ ক্ষমা, হাজারো বন্দিকে মুক্তি দিল শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত

বড়দিন উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় কারাগার থেকে এক হাজার চার বন্দিকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ এ ক্ষমা ঘোষণা করেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দেশটির কারা কমিশনার গামিনি দিশানায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বড়দিনে মুক্তি পাওয়া এক হাজার চার বন্দির মধ্যে বেশিরভাগই তাদের বকেয়া জরিমানা দিতে না পারায় জেলে ছিলেন। এর মধ্যে দেশটির বহু নাগরিকও আছেন।

এর আগেও, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কায় ভেসাক উপলক্ষে এ একই সংখ্যক বন্দিকে মুক্তি দেয়া হয়েছিল। ভেসাক বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব। এটি তাদের ধর্মগুরু বুদ্ধের জন্ম, জ্ঞানলাভ এবং মৃত্যু উদযাপনের জন্য প্রতিবছর মে মাসে পালন করা হয়ে থাকে।

বড় দিনের আগে দেশটির সেনাবাহিনীর সপ্তাহব্যাপী মাদকবিরোধী অভিযানে পুলিশ প্রায় ১৫,০০০ জনকে গ্রেপ্তার করে। তাদেরও ক্ষমা করেছে শ্রীলঙ্কার বিচার বিভাগ।

দ্বীপ রাষ্ট্রটিতে ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি রয়েছে। তাদের ধারণ ক্ষমতা ১১,০০০ হলেও শুক্রবার (২২ ডিসেম্বর) পর্যন্ত বন্দির সংখ্যা ৩০,০০০।

এ কারণে বিশেষ বিশেষ উপলক্ষে দেশটির কারাগার থেকে বন্দিদের মুক্তি দেয় সরকার।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত