‘প্রার্থী-ভোটারদের আস্থা অর্জন করাই হচ্ছে ইসির প্রধান দায়িত্ব’

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
‘প্রার্থী-ভোটারদের আস্থা অর্জন করাই হচ্ছে ইসির প্রধান দায়িত্ব’
ছবি: সংগৃহীত

ইলেকশন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার মো. আহসান হাবীব খান (অব.) গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ইলেকশন কমিশনের প্রধান ও অন্যতম দায়িত্ব হচ্ছে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করা। সব দল ও ভোট কেন্দ্রের ভিতর ও বাহিরের পরিবেশ অর্থাৎ সবার জন্য প্লেন ফিল্ড অ্যান্ড ফেয়ার ইলেকশন উপহার দিতে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে এবারের নির্বাচন হবে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও বিভিন্ন বিষয়ে এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার আহসান হাবীব।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইাজি মো. জামিল হাসান, পিরোজপুর ও ঝালকাঠি জেলার জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান ও ফারাগুল নিজুম। এছাড়া সেনাবাহিনীর সদস্য, র‌্যাব-৮ এর সদস্য, সব উপজেলার নির্বাহী কর্মকর্তা, সব থানার ওসি, জেলা ও উপজেলার নির্বাচন অফিসার, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন দলের প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‘প্রার্থী-ভোটারদের আস্থা অর্জন করাই হচ্ছে ইসির প্রধান দায়িত্ব’

‘প্রার্থী-ভোটারদের আস্থা অর্জন করাই হচ্ছে ইসির প্রধান দায়িত্ব’
ছবি: সংগৃহীত

ইলেকশন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার মো. আহসান হাবীব খান (অব.) গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ইলেকশন কমিশনের প্রধান ও অন্যতম দায়িত্ব হচ্ছে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করা। সব দল ও ভোট কেন্দ্রের ভিতর ও বাহিরের পরিবেশ অর্থাৎ সবার জন্য প্লেন ফিল্ড অ্যান্ড ফেয়ার ইলেকশন উপহার দিতে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে এবারের নির্বাচন হবে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও বিভিন্ন বিষয়ে এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার আহসান হাবীব।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইাজি মো. জামিল হাসান, পিরোজপুর ও ঝালকাঠি জেলার জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান ও ফারাগুল নিজুম। এছাড়া সেনাবাহিনীর সদস্য, র‌্যাব-৮ এর সদস্য, সব উপজেলার নির্বাহী কর্মকর্তা, সব থানার ওসি, জেলা ও উপজেলার নির্বাচন অফিসার, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন দলের প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত