কাসেম সোলাইমানির সমাধির কাছে জোড়া বিস্ফোরণ, নিহত ১০৩

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
কাসেম সোলাইমানির সমাধির কাছে জোড়া বিস্ফোরণ, নিহত ১০৩
ছবি: সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল কাসেম সোলাইমানির হত্যার চতুর্থ বার্ষিকীতে তার সমাধির কাছে দুটি বিস্ফোরণে অন্তত ১০৩ জন নিহত হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম ইরিবের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার (৩ জানুয়ারি) দক্ষিণ ইরানের কেরমানে সাহেব আল-জামান মসজিদের কাছে কাছে একটি মিছিলে ওই বিস্ফোরণে ১৫০ জনের বেশি আহত হন।

কেরমান প্রদেশের ডেপুটি গভর্নর রহমান জালালি এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, দুটি বোমা বহনকারী ব্যাগে বহন করা হচ্ছিল। রিমোট কন্ট্রোল দিয়ে ওই বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

অনলাইনে প্রচারিত ভিডিওতে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে বলেও জানানো হয় বিবিসির প্রতিবেদনে।

কাসেম সোলাইমানি-ইরান২০২০ সালের ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। ওই দিন স্মরণে বুধবার বের হওয়া মিছিলে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। হতাহতদের উদ্ধারে সেখানে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন/এএফপি

২০২০ সালে প্রতিবেশী ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল সোলাইমানির স্মরণের অংশ হিসেবে বুধবার কয়েকশ মানুষের একটি মিছিল সমাধির দিকে যাচ্ছিল।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর সোলাইমানিকে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখা হতো।

বিপ্লবী গার্ডের কমান্ডার হিসেবে বিদেশী অপারেশন শাখা কুদস ফোর্সের অন্যতম কমান্ডার ছিলেন তিনি। ওই অঞ্চলে ইরানী নীতির বড় স্থপতি সোলাইমানি।

কুদস ফোর্সের গোপন মিশন, হামাস ও হিজবুল্লাহসহ সব মিত্র সরকার, সশস্ত্র গোষ্ঠীর নির্দেশনা, অর্থায়ন, অস্ত্র, বুদ্ধিমত্তাসহ সব সহায়তার দায়িত্বে ছিলেন তিনি।

সোলাইমানিকয়ে বিশ্বের যেকোনো স্থানে এক নম্বর সন্ত্রাসী হিসেবে বর্ণনা করে ২০২০ সালে সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কাসেম সোলাইমানির সমাধির কাছে জোড়া বিস্ফোরণ, নিহত ১০৩

কাসেম সোলাইমানির সমাধির কাছে জোড়া বিস্ফোরণ, নিহত ১০৩
ছবি: সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল কাসেম সোলাইমানির হত্যার চতুর্থ বার্ষিকীতে তার সমাধির কাছে দুটি বিস্ফোরণে অন্তত ১০৩ জন নিহত হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম ইরিবের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার (৩ জানুয়ারি) দক্ষিণ ইরানের কেরমানে সাহেব আল-জামান মসজিদের কাছে কাছে একটি মিছিলে ওই বিস্ফোরণে ১৫০ জনের বেশি আহত হন।

কেরমান প্রদেশের ডেপুটি গভর্নর রহমান জালালি এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, দুটি বোমা বহনকারী ব্যাগে বহন করা হচ্ছিল। রিমোট কন্ট্রোল দিয়ে ওই বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

অনলাইনে প্রচারিত ভিডিওতে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে বলেও জানানো হয় বিবিসির প্রতিবেদনে।

কাসেম সোলাইমানি-ইরান২০২০ সালের ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। ওই দিন স্মরণে বুধবার বের হওয়া মিছিলে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। হতাহতদের উদ্ধারে সেখানে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন/এএফপি

২০২০ সালে প্রতিবেশী ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল সোলাইমানির স্মরণের অংশ হিসেবে বুধবার কয়েকশ মানুষের একটি মিছিল সমাধির দিকে যাচ্ছিল।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর সোলাইমানিকে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখা হতো।

বিপ্লবী গার্ডের কমান্ডার হিসেবে বিদেশী অপারেশন শাখা কুদস ফোর্সের অন্যতম কমান্ডার ছিলেন তিনি। ওই অঞ্চলে ইরানী নীতির বড় স্থপতি সোলাইমানি।

কুদস ফোর্সের গোপন মিশন, হামাস ও হিজবুল্লাহসহ সব মিত্র সরকার, সশস্ত্র গোষ্ঠীর নির্দেশনা, অর্থায়ন, অস্ত্র, বুদ্ধিমত্তাসহ সব সহায়তার দায়িত্বে ছিলেন তিনি।

সোলাইমানিকয়ে বিশ্বের যেকোনো স্থানে এক নম্বর সন্ত্রাসী হিসেবে বর্ণনা করে ২০২০ সালে সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত