এরদোয়ানের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো ব্লিঙ্কেনের

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
এরদোয়ানের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো ব্লিঙ্কেনের
অ্যান্টনি ব্লিঙ্কেন ও এরদোয়ান/ ছবি সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্ক সফর করেছেন। শনিবারের এ সফরে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে গাজার যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে আলোচনা করেন।

আল জাজিরা জানিয়েছে, দুই নেতা দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিষয়েও আলোচনা করেছেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গেও দেখা করেছেন ব্লিনকেন।

শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ব্লিঙ্কেনের ইসরায়েলে সংঘাত ছড়িয়ে পড়া রোধ ও জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার প্রসারের বিষয়ে আলোচনা হয়েছে।

মিলার আরও বলেন, আলোচনায় ব্লিঙ্কেন আরও বৃহত্তর এবং দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তির দিকে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এই আলোচনা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এরদোয়ানের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো ব্লিঙ্কেনের

এরদোয়ানের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো ব্লিঙ্কেনের
অ্যান্টনি ব্লিঙ্কেন ও এরদোয়ান/ ছবি সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্ক সফর করেছেন। শনিবারের এ সফরে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে গাজার যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে আলোচনা করেন।

আল জাজিরা জানিয়েছে, দুই নেতা দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিষয়েও আলোচনা করেছেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গেও দেখা করেছেন ব্লিনকেন।

শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ব্লিঙ্কেনের ইসরায়েলে সংঘাত ছড়িয়ে পড়া রোধ ও জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার প্রসারের বিষয়ে আলোচনা হয়েছে।

মিলার আরও বলেন, আলোচনায় ব্লিঙ্কেন আরও বৃহত্তর এবং দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তির দিকে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এই আলোচনা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত