পিরোজপুরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। কনকনে শীতে কাঁপছে জেলার মানুষ। পিরোজপুরে বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ। জেলায় রবিবার ঘন কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মেলেনি। হাড়কাঁপানো ঠান্ডায় ও ঘন কুয়াশায় মধ্যে কনকনে ঠাণ্ডায় বিপাকে পড়েছে জেলার অন্যান উপজেলা, ব্যাহত হচ্ছে মানুষের জীবন ও জীবিকা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।
শীতে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশু ও বৃদ্ধরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন অনেকে। শীতে গবাদি পশু-পাখি নিয়ে বিপাকে পড়তে হচ্ছে খামারিদের।
অনেকে শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে দৈনিক আয় করা মানুষদের বের হতে হয়। তবে তারা জানান, শীতের সকালে মানুষ ঘর থেকে বের হয় না। দিনের অনেকটা সময় চলে যায় কর্মহীনভাবে। এতে তাদের আয় কমেছে। এ ছাড়া জ্বর-সর্দি, কাশিতে বিপর্যস্ত শিশু থেকে বৃদ্ধ নারী-পুরুষ সকলেই।