ক্লাব কিংবদন্তি রসি রোমায় ফিরলেন কোচ হয়ে

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ক্লাব কিংবদন্তি রসি রোমায় ফিরলেন কোচ হয়ে
ছবি: সংগৃহীত

হোসে মরিনহোকে ছাঁটাইয়ের পর ড্যানিয়েল ডি রসিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রোমা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মরিনহোকে বরখাস্তের কয়েক ঘণ্টা পরই রোমার সঙ্গে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেন রসি।

ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপজয়ী রসি একসময় রোমার হয়ে খেলেছেন। ক্যারিয়ারের সিংহভাগ সময়ই বলা যায় তার রোমায় কেটেছে। প্রায় ১৮টি বছর ক্লাবটির হয়ে খেলেছেন রসি।

৪০ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার ২০০০ সালে রোমার বয়সভিত্তিক দলে যোগ দেন। অবশ্য এর পরের বছরই সুযোগ পান রোমার মূল দলে।

রোমার হয়ে দুবার কোপা ইতালিয়া ও একবার সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন রসি। ইতালি জাতীয় দলের হয়ে রসি খেলেছেন ১১৭ ম্যাচ। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্যও তিনি।

নিয়োগের পর এক বিবৃতিতে রসি বলেছেন, “এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত আমাদের সামনে যেসব চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেসবের মুখোমুখি হতে নিজের সর্বস্ব উজাড় করে দিতে চাই। আমাদের বেঞ্চে বসার রোমাঞ্চ বলে বোঝাতে পারব না। সবাই জানে রোমা আমার কতটা জুড়ে আছে।”

এর আগে, দলের বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় এক বিবৃতিতে “স্পেশাল ওয়ান” নামে পরিচিত মরিনহোকে বরখাস্তের কথা জানায় রোমা। বিবৃতিতে মরিনহোকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলা হয়, “দ্রুত সময়ে নতুন কোচ নিয়োগ দেওয়া হবে।”

২০২১ সালের মে মাসে ক্লাবের ৬০তম কোচ হিসেবে মরিনহোকে নিয়োগ দিয়েছিল রোমা। ২০২২ সালে রোমাকে কনফারেন্স লিগ জিতিয়েছেন, গত বছর তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালে। তবে চলতি মৌসুমটা ভালো যায়নি রোমার।

পাওলো দিবালাসহ দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছেন। লিগে সবশেষ তিন ম্যাচে জিততে পারেনি রোমা, দুটি হার ও একটি ড্র। আসরের শুরুটাও তাদের ঠিক এমনই বাজে হয়। সব মিলিয়ে চলতি লিগে ২০ ম্যাচ খেলে মাত্র আটটিতে জিততে পেরেছে দলটি। ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আছে নবম স্থানে। যেখানে শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে রোমা।

গত সপ্তাহে নগর প্রতিদ্বন্দ্বী লাৎসিওর বিপক্ষে হেরে ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়েছে ক্লাবটি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্লাব কিংবদন্তি রসি রোমায় ফিরলেন কোচ হয়ে

ক্লাব কিংবদন্তি রসি রোমায় ফিরলেন কোচ হয়ে
ছবি: সংগৃহীত

হোসে মরিনহোকে ছাঁটাইয়ের পর ড্যানিয়েল ডি রসিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রোমা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মরিনহোকে বরখাস্তের কয়েক ঘণ্টা পরই রোমার সঙ্গে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেন রসি।

ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপজয়ী রসি একসময় রোমার হয়ে খেলেছেন। ক্যারিয়ারের সিংহভাগ সময়ই বলা যায় তার রোমায় কেটেছে। প্রায় ১৮টি বছর ক্লাবটির হয়ে খেলেছেন রসি।

৪০ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার ২০০০ সালে রোমার বয়সভিত্তিক দলে যোগ দেন। অবশ্য এর পরের বছরই সুযোগ পান রোমার মূল দলে।

রোমার হয়ে দুবার কোপা ইতালিয়া ও একবার সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন রসি। ইতালি জাতীয় দলের হয়ে রসি খেলেছেন ১১৭ ম্যাচ। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্যও তিনি।

নিয়োগের পর এক বিবৃতিতে রসি বলেছেন, “এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত আমাদের সামনে যেসব চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেসবের মুখোমুখি হতে নিজের সর্বস্ব উজাড় করে দিতে চাই। আমাদের বেঞ্চে বসার রোমাঞ্চ বলে বোঝাতে পারব না। সবাই জানে রোমা আমার কতটা জুড়ে আছে।”

এর আগে, দলের বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় এক বিবৃতিতে “স্পেশাল ওয়ান” নামে পরিচিত মরিনহোকে বরখাস্তের কথা জানায় রোমা। বিবৃতিতে মরিনহোকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলা হয়, “দ্রুত সময়ে নতুন কোচ নিয়োগ দেওয়া হবে।”

২০২১ সালের মে মাসে ক্লাবের ৬০তম কোচ হিসেবে মরিনহোকে নিয়োগ দিয়েছিল রোমা। ২০২২ সালে রোমাকে কনফারেন্স লিগ জিতিয়েছেন, গত বছর তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালে। তবে চলতি মৌসুমটা ভালো যায়নি রোমার।

পাওলো দিবালাসহ দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছেন। লিগে সবশেষ তিন ম্যাচে জিততে পারেনি রোমা, দুটি হার ও একটি ড্র। আসরের শুরুটাও তাদের ঠিক এমনই বাজে হয়। সব মিলিয়ে চলতি লিগে ২০ ম্যাচ খেলে মাত্র আটটিতে জিততে পেরেছে দলটি। ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আছে নবম স্থানে। যেখানে শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে রোমা।

গত সপ্তাহে নগর প্রতিদ্বন্দ্বী লাৎসিওর বিপক্ষে হেরে ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়েছে ক্লাবটি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত