কুমিল্লা-৫ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য হাশেমের মৃত্যু

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
কুমিল্লা-৫ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য হাশেমের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল হাশেম খানের মেয়ে জিমাম আসফিয়া হাশেম জানান, তাঁর বাবা বেশ কিছু দিন যাবৎ অসুস্থ হয়ে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ঢাকার অন্য একটি হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। এর পর থেকে তিনি অসুস্থ অবস্থায় দেশ ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টা ১০ মিনিটে তিনি মারা গেছেন।

জিমাম আসফিয়া হাশেম আরও জানান, জাতীয় সংসদ ৬ নম্বর ভবনের সামনে তাঁর বাবা আবুল হাশেম খানের প্রথম জানাজা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে কুমিল্লা জজ কোর্ট প্রাঙ্গণে, বাদ জোহর ব্রাহ্মণপাড়ায়, বাদ আসর বুড়িচংয়ে, বাদ মাগরিব বুড়িচংয়ের দক্ষিণগ্রাম নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবুল হাশেম খানকে দাফন করা হবে।

কুমিল্লা-৫ আসনের পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ২০২১ সালে মারা যাওয়ার পর এ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আবুল হাশেম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ জাহেরের কাছে পরাজিত হন। আবুল হাশেম খান কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুমিল্লা-৫ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য হাশেমের মৃত্যু

কুমিল্লা-৫ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য হাশেমের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল হাশেম খানের মেয়ে জিমাম আসফিয়া হাশেম জানান, তাঁর বাবা বেশ কিছু দিন যাবৎ অসুস্থ হয়ে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ঢাকার অন্য একটি হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। এর পর থেকে তিনি অসুস্থ অবস্থায় দেশ ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টা ১০ মিনিটে তিনি মারা গেছেন।

জিমাম আসফিয়া হাশেম আরও জানান, জাতীয় সংসদ ৬ নম্বর ভবনের সামনে তাঁর বাবা আবুল হাশেম খানের প্রথম জানাজা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে কুমিল্লা জজ কোর্ট প্রাঙ্গণে, বাদ জোহর ব্রাহ্মণপাড়ায়, বাদ আসর বুড়িচংয়ে, বাদ মাগরিব বুড়িচংয়ের দক্ষিণগ্রাম নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবুল হাশেম খানকে দাফন করা হবে।

কুমিল্লা-৫ আসনের পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ২০২১ সালে মারা যাওয়ার পর এ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আবুল হাশেম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ জাহেরের কাছে পরাজিত হন। আবুল হাশেম খান কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত