অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রিফাতের

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রিফাতের
ছবি: সংগৃহীত

দেশের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন বিকেএসপির রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৪৮৩ বলে ৩২০ রান করে অপরাজিত থাকেন বিকেএসপির এই বাঁহাতি ওপেনার।

ম্যাচের শুরুতে রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঢাকা মেট্রো অলআউট হয় মাত্র ১৪৩ রানে। জবাবে বিকেএসপির ওপেনার রিফাত বেগ একাই করলেন অপরাজিত ৩২০ রান। যদিও দল অলআউট হয়েছে ৫৪৯ রানে। রিফাতের ত্রিশতকে বিকেএসপি প্রথম ইনিংসে ৩৯৪ রানে এগিয়ে ছিল।

৪৮৩ বলের ইনিংসে রিফাত ৪ মেরেছেন ২৯টি, ছক্কা ৪টি। রিফাত উইকেটে ছিলেন ৬৫০ মিনিট, যা প্রায় ১১ ঘণ্টা (১০ ঘণ্টা ৫০ মিনিট)। ম্যাচের দ্বিতীয় দিনে রিফাত তিন অঙ্কের ঘরে পৌঁছান ১৯৮ বলে। শনিবার ডাবল সেঞ্চুরি তুলে নেন ৩৩৫ বলে। রবিবার (১১ ফেব্রুয়ারি) তৃতীয় দিনে ত্রিশতকে পৌঁছান ৪৬৮ বলে।

ম্যাচে বিকেএসপির দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান এসেছে আরেক ওপেনার ফাহিম মুনতাসিরের কাছ থেকে। দ্বিতীয় ইনিংসে ৩৯৪ রানে পিছিয়ে থেকে অবশ্য ভালো শুরু করেছে ঢাকা মেট্রো। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৮১ রান। ইনিংস হার এড়াতে এখনো তাদের প্রয়োজন ৩২৫ রান।

অন্যদিকে, টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে লড়ছে সিলেট ও খুলনা বিভাগের অনূর্ধ্ব-১৮ দল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রিফাতের

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রিফাতের
ছবি: সংগৃহীত

দেশের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন বিকেএসপির রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৪৮৩ বলে ৩২০ রান করে অপরাজিত থাকেন বিকেএসপির এই বাঁহাতি ওপেনার।

ম্যাচের শুরুতে রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঢাকা মেট্রো অলআউট হয় মাত্র ১৪৩ রানে। জবাবে বিকেএসপির ওপেনার রিফাত বেগ একাই করলেন অপরাজিত ৩২০ রান। যদিও দল অলআউট হয়েছে ৫৪৯ রানে। রিফাতের ত্রিশতকে বিকেএসপি প্রথম ইনিংসে ৩৯৪ রানে এগিয়ে ছিল।

৪৮৩ বলের ইনিংসে রিফাত ৪ মেরেছেন ২৯টি, ছক্কা ৪টি। রিফাত উইকেটে ছিলেন ৬৫০ মিনিট, যা প্রায় ১১ ঘণ্টা (১০ ঘণ্টা ৫০ মিনিট)। ম্যাচের দ্বিতীয় দিনে রিফাত তিন অঙ্কের ঘরে পৌঁছান ১৯৮ বলে। শনিবার ডাবল সেঞ্চুরি তুলে নেন ৩৩৫ বলে। রবিবার (১১ ফেব্রুয়ারি) তৃতীয় দিনে ত্রিশতকে পৌঁছান ৪৬৮ বলে।

ম্যাচে বিকেএসপির দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান এসেছে আরেক ওপেনার ফাহিম মুনতাসিরের কাছ থেকে। দ্বিতীয় ইনিংসে ৩৯৪ রানে পিছিয়ে থেকে অবশ্য ভালো শুরু করেছে ঢাকা মেট্রো। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৮১ রান। ইনিংস হার এড়াতে এখনো তাদের প্রয়োজন ৩২৫ রান।

অন্যদিকে, টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে লড়ছে সিলেট ও খুলনা বিভাগের অনূর্ধ্ব-১৮ দল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত