‘অনিবার্য কারণবশত’ আটকে গেল ‘অমীমাংসিত’

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
‘অনিবার্য কারণবশত’ আটকে গেল ‘অমীমাংসিত’
ছবি: সংগৃহীত

সত্য ঘটনার নির্যাস মিলছিল আগেই। টিজার প্রকাশের পরই অনেকে ধারণা করেন নির্মাতা রায়হান রাফীর ‘‘অমীমাংসিত’’ সিনেমায় চাঞ্চল্যকর দম্পতি হত্যার বিষয়ই উঠে এসেছে। এক যুগেও ওই হত্যাকাণ্ডের ঘটনার রহস্যের কূলকিনারা পাওয়া যায়নি। যদিও ভক্তদের প্রতি নির্মাতার আহ্বান অপেক্ষার। তবে দ্বিধা ছিলই। মুক্তির দিনও এগিয়ে আসছিল।

তবে শেষ মুহূর্তে এসে আটকে গেল সিনেমাটির প্রদর্শন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিনেত্রী তানজিকা আমিনসহ সংশ্লিষ্টরা জানান, তাদের সিনেমাটি অনিবার্য কারণবশত যথা তারিখে মুক্তি দিতে পারছেন না! এর জন্য দুঃখ প্রকাশও করেছেন সবার প্রতি।

ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের জন্য নির্মিত এই ছবিতে তানজিকা আমিনের সঙ্গে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

গত ১২ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসা সিনেমার ৪০ সেকেন্ডের টিজারে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়েছে। সেগুলো এ রকম- ‘‘খুনগুলো হয়েছে আনুমানিক রাত দেড়টা থেকে দুইটার মধ্যে। ধারণা করছি, এটা কোনো চুরি–ডাকাতির কেস…’’, ‘‘সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করেছে। আমার করার কী ছিল?’’, ‘‘ওদের কেউ মারেনি। ওরা নিজেরাই নিজেদের খুন করেছে’’, ‘‘এটা নিশ্চিত পরকীয়া কেস! নইলে সেদিন…।’’ এমন সব সংলাপ।

২৯ ফেব্রুয়ারি ছবিটির মুক্তি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন আই স্ক্রিনের পরিচালক রিয়াজ আহমেদও। যদিও কারণটি জানাননি।

কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে তিনি জানান, এটা এখনই বলতে পারছেন না। তারা একটা মিটিং করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। যদিও একাধিক সূত্র বলছে, ছবিটিকে সেন্সর বোর্ড হয়ে মুক্তির আলোয় আসতে হবে।

অনুমান করা যায়, সহসা আলোচিত ছবি ‘‘অমীমাংসিত’’ মুক্তি পাচ্ছে না।

মূলত, এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটিকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই দাবি করছিলেন, ‘‘অমীমাংসিত’’ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‘অনিবার্য কারণবশত’ আটকে গেল ‘অমীমাংসিত’

‘অনিবার্য কারণবশত’ আটকে গেল ‘অমীমাংসিত’
ছবি: সংগৃহীত

সত্য ঘটনার নির্যাস মিলছিল আগেই। টিজার প্রকাশের পরই অনেকে ধারণা করেন নির্মাতা রায়হান রাফীর ‘‘অমীমাংসিত’’ সিনেমায় চাঞ্চল্যকর দম্পতি হত্যার বিষয়ই উঠে এসেছে। এক যুগেও ওই হত্যাকাণ্ডের ঘটনার রহস্যের কূলকিনারা পাওয়া যায়নি। যদিও ভক্তদের প্রতি নির্মাতার আহ্বান অপেক্ষার। তবে দ্বিধা ছিলই। মুক্তির দিনও এগিয়ে আসছিল।

তবে শেষ মুহূর্তে এসে আটকে গেল সিনেমাটির প্রদর্শন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিনেত্রী তানজিকা আমিনসহ সংশ্লিষ্টরা জানান, তাদের সিনেমাটি অনিবার্য কারণবশত যথা তারিখে মুক্তি দিতে পারছেন না! এর জন্য দুঃখ প্রকাশও করেছেন সবার প্রতি।

ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের জন্য নির্মিত এই ছবিতে তানজিকা আমিনের সঙ্গে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

গত ১২ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসা সিনেমার ৪০ সেকেন্ডের টিজারে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়েছে। সেগুলো এ রকম- ‘‘খুনগুলো হয়েছে আনুমানিক রাত দেড়টা থেকে দুইটার মধ্যে। ধারণা করছি, এটা কোনো চুরি–ডাকাতির কেস…’’, ‘‘সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করেছে। আমার করার কী ছিল?’’, ‘‘ওদের কেউ মারেনি। ওরা নিজেরাই নিজেদের খুন করেছে’’, ‘‘এটা নিশ্চিত পরকীয়া কেস! নইলে সেদিন…।’’ এমন সব সংলাপ।

২৯ ফেব্রুয়ারি ছবিটির মুক্তি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন আই স্ক্রিনের পরিচালক রিয়াজ আহমেদও। যদিও কারণটি জানাননি।

কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে তিনি জানান, এটা এখনই বলতে পারছেন না। তারা একটা মিটিং করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। যদিও একাধিক সূত্র বলছে, ছবিটিকে সেন্সর বোর্ড হয়ে মুক্তির আলোয় আসতে হবে।

অনুমান করা যায়, সহসা আলোচিত ছবি ‘‘অমীমাংসিত’’ মুক্তি পাচ্ছে না।

মূলত, এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটিকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই দাবি করছিলেন, ‘‘অমীমাংসিত’’ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত