চলছিল ফুটবল খেলা। আসার কথা ছিল সংসদ সদস্য সাকিব আল হাসানের। তবে তিনি ছিলেন অন্য সভায়। আর তাই খেলা দেখতে স্বামীর বদলে মাঠে চলে এলেন উম্মে আহমেদ শিশির।
শনিবার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার আলোকদিয়া মাঠে আন্ত-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বগিয়া ও আঠারোখাদা ইউনিয়নের মধ্যে সেমিফাইনাল ম্যাচ দেখতে আসেন তিনি।
স্বাধীনতা দিবস সামনে রেখে সাকিব আল হাসান ফাউন্ডেশনের আয়োজনে চলছে এ টুর্নামেন্ট।
টুর্নামেন্ট আয়োজকরা জানান, ওই খেলা দেখতে সংসদ সদস্য সাকিব আল হাসানের উপস্থিত হওয়ার কথা ছিল। তবে তিনি অন্য একটি সভায় থাকায় মাঠে আসতে পারেননি। এমন পরিস্থিতিতে মাঠে উপস্থিত হন উম্মে আহমেদ শিশির। বিকেল পৌনে পাঁচটার দিকে খেলার মাঝের বিরতির সময় মাঠে পৌঁছান তিনি। সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাঠে বসে খেলা দেখেন। খেলা শেষে খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। ফটোসেশনে অংশ নেন এবং তাদের সঙ্গে পরিচিত হন। এ সময় তিনি সবাইকে খেলাধুলার সঙ্গে থাকার আহ্বান জানান। তবে তিনি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
আয়োজকদের একজন মেহেদী হাসান জানান, সাকিব আল হাসান আসবেন-এমন খবরে খেলোয়াড় ও দর্শকেরা উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি। তার হয়ে উম্মে আহমেদ শিশির মাঠে এলেন। এই প্রথমবারের মতো মাগুরায় কোনো উন্মুক্ত অনুষ্ঠানে যোগ দিলেন সাকিব আল হাসানের স্ত্রী।
তিনি জানান, উম্মে আহমেদ শিশির শনিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার দুরাননগর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।