বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি, অনলাইনে দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি, অনলাইনে দেখবেন যেভাবে
ছবি:সংগৃহীত

ফরচুন বরিশালের প্রথম শিরোপা জয়ের মাধ্যমে বিপিএলের পর্দা নামলেও বাংলাদেশে ক্রিকেট উন্মাদনা এখনই শেষ হচ্ছে না। আগামীকাল চায়ের শহর সিলেটে শুরু হচ্ছে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের টি-টোয়েন্টির সবগুলো ম্যাচই হবে সিলেটে।

তিন টি-টোয়েন্টি ছাড়াও সমান সংখ্যক ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। ম্যাচগুলো হবে সিলেট ও চট্টগ্রামে। এই প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজের ম্যাচ গড়াবে না মিরপুরে।

সোমবার সন্ধ্যা ৬টায় সিরিজ উদ্বোধনী ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। এই ফরম্যাটের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। পরে দুটি ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। অবশ্য এরপরে দুই দলকে ৩টি ওয়ানডে খেলতে উড়াল দিতে হবে বন্দরনগরী চট্টগ্রামে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে মার্চের ১৩, ১৫ ও ১৮ তারিখে।

পরে অবশ্য টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো হবে সিলেট ও চট্টগ্রাম মিলে।

এদিকে দেশের দর্শকদের জন্য টি-টোয়েন্টি সিরিজসহ সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে জি-টিভি ও টি-স্পোর্টস। অনলাইনেও থাকছে খেলা দেখার সুযোগ সেক্ষেত্রে অবশ্য র‍্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপে সাবস্ক্রিপশন করতে হবে।

টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

প্রথম টি-টোয়েন্টি ৪ মার্চ (সন্ধ্যা ৬টা)

দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ মার্চ (সন্ধ্যা ৬টা)

তৃতীয় টি-টোয়েন্টি ৯ মার্চ (দুপুর ৩টা)

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি, অনলাইনে দেখবেন যেভাবে

বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি, অনলাইনে দেখবেন যেভাবে
ছবি:সংগৃহীত

ফরচুন বরিশালের প্রথম শিরোপা জয়ের মাধ্যমে বিপিএলের পর্দা নামলেও বাংলাদেশে ক্রিকেট উন্মাদনা এখনই শেষ হচ্ছে না। আগামীকাল চায়ের শহর সিলেটে শুরু হচ্ছে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের টি-টোয়েন্টির সবগুলো ম্যাচই হবে সিলেটে।

তিন টি-টোয়েন্টি ছাড়াও সমান সংখ্যক ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। ম্যাচগুলো হবে সিলেট ও চট্টগ্রামে। এই প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজের ম্যাচ গড়াবে না মিরপুরে।

সোমবার সন্ধ্যা ৬টায় সিরিজ উদ্বোধনী ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। এই ফরম্যাটের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। পরে দুটি ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। অবশ্য এরপরে দুই দলকে ৩টি ওয়ানডে খেলতে উড়াল দিতে হবে বন্দরনগরী চট্টগ্রামে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে মার্চের ১৩, ১৫ ও ১৮ তারিখে।

পরে অবশ্য টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো হবে সিলেট ও চট্টগ্রাম মিলে।

এদিকে দেশের দর্শকদের জন্য টি-টোয়েন্টি সিরিজসহ সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে জি-টিভি ও টি-স্পোর্টস। অনলাইনেও থাকছে খেলা দেখার সুযোগ সেক্ষেত্রে অবশ্য র‍্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপে সাবস্ক্রিপশন করতে হবে।

টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

প্রথম টি-টোয়েন্টি ৪ মার্চ (সন্ধ্যা ৬টা)

দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ মার্চ (সন্ধ্যা ৬টা)

তৃতীয় টি-টোয়েন্টি ৯ মার্চ (দুপুর ৩টা)

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত