পিরোজপুরে বাস-ইজিবাইক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজনের মৃত্যু

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
পিরোজপুরে বাস-ইজিবাইক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলায় একটি বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঝাউতলা এলাকায় পাড়েরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আশিকুজ্জামান।

দুর্ঘটনায় নিহতরা হলেন- স্বপন হাওলাদার, মো. হেমায়েত, খাইরুল, নাইম, মনসুরা বেগম, জেসমিন ও আলমগীর।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. সেলিম মিয়া বলেন, “দুপুরে পিরোজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস পাড়েরহাটের দিকে যাচ্ছিল। পথে ঝাউতলায় যাত্রী নামাচ্ছিল বাসটি। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ইন্দুরকানীগামী আরেকটি যাত্রীবাহী বাস ওই বাসটিকে ক্রস করে। বাসটি একটি ইজিবাইক এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে তিন যানের মধ্যে সংঘংর্ষ হয়।”

তিনি জানান, এতে ঘটনাস্থলেই চারজন এবং জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, গুরুতর আহত কয়েকজনকে খুলনা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পিরোজপুরে বাস-ইজিবাইক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজনের মৃত্যু

পিরোজপুরে বাস-ইজিবাইক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলায় একটি বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঝাউতলা এলাকায় পাড়েরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আশিকুজ্জামান।

দুর্ঘটনায় নিহতরা হলেন- স্বপন হাওলাদার, মো. হেমায়েত, খাইরুল, নাইম, মনসুরা বেগম, জেসমিন ও আলমগীর।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. সেলিম মিয়া বলেন, “দুপুরে পিরোজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস পাড়েরহাটের দিকে যাচ্ছিল। পথে ঝাউতলায় যাত্রী নামাচ্ছিল বাসটি। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ইন্দুরকানীগামী আরেকটি যাত্রীবাহী বাস ওই বাসটিকে ক্রস করে। বাসটি একটি ইজিবাইক এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে তিন যানের মধ্যে সংঘংর্ষ হয়।”

তিনি জানান, এতে ঘটনাস্থলেই চারজন এবং জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, গুরুতর আহত কয়েকজনকে খুলনা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত