চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন পরিবারের ১১ জন দগ্ধ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন পরিবারের ১১ জন দগ্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার একটি ভবনে গ্যাস লাইনের বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে তিন পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১টায় চান্দগাঁও থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজী হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, “ওসমান গনি হুজুর নামের এক ব্যক্তির মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তৃতীয় তলায় চারটি ফ্ল্যাটে তিনটি পরিবার ছিল। ওই তিন পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।”

তিনি বলেন, “গ্যাস লাইনের লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে ঘরের দেয়াল, দরজা, জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, “ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছেন।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন পরিবারের ১১ জন দগ্ধ

চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন পরিবারের ১১ জন দগ্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার একটি ভবনে গ্যাস লাইনের বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে তিন পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১টায় চান্দগাঁও থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজী হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, “ওসমান গনি হুজুর নামের এক ব্যক্তির মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তৃতীয় তলায় চারটি ফ্ল্যাটে তিনটি পরিবার ছিল। ওই তিন পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।”

তিনি বলেন, “গ্যাস লাইনের লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে ঘরের দেয়াল, দরজা, জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, “ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছেন।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত