কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন খান মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৮টার দিকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।
অধ্যাপক ড. আমির হোসেন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র কল্যাণ ও কাউন্সেলিং কেন্দ্রের পরিচালক নিযুক্ত হন।
২০০৯ সালের ২৩ নভেম্বর তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করা হয়। ২০১৩ সালের ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হলেও বিজ্ঞানের শিক্ষার্থীদের কাছে তিনি বেশি পরিচিত ছিলেন পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের বইয়ের লেখক হিসেবে। তিনি মোহাম্মদ ইসহাক ও মো. নজরুল ইসলামের সাথে যৌথভাবে বই দুটি লিখেছিলেন।