বেতন না দিয়ে ছাঁটাই, সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বেতন না দিয়ে ছাঁটাই, সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় আরকে গ্রুপ নামের প্রতিষ্ঠানে বেতন পরিশোধ না করে ছাঁটাইয়ের নোটিশ পেয়ে আন্দোলন করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে তাদের ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে প্রতিষ্ঠানটির সামনের মূল সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকরা। পাওনা পরিশোধ না করে ঈদের আগে হঠাৎ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তারা।

শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশের একটি ইউনিট। এ সময় শিল্প পুলিশের পরিদর্শক নাজির শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদের অবরোধ তুলে নিতে অনুরোধ করলেও থামেননি তারা। একপর্যায়ে শিল্প পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

আরকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজিব আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান জানান, আরকে গ্রুপের শ্রমিকদের বেতনের একটি ঝামেলা ছিল। পরে আমাদের শিল্প পুলিশ সেখানে গিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বেতন না দিয়ে ছাঁটাই, সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন না দিয়ে ছাঁটাই, সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় আরকে গ্রুপ নামের প্রতিষ্ঠানে বেতন পরিশোধ না করে ছাঁটাইয়ের নোটিশ পেয়ে আন্দোলন করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে তাদের ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে প্রতিষ্ঠানটির সামনের মূল সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকরা। পাওনা পরিশোধ না করে ঈদের আগে হঠাৎ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তারা।

শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশের একটি ইউনিট। এ সময় শিল্প পুলিশের পরিদর্শক নাজির শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদের অবরোধ তুলে নিতে অনুরোধ করলেও থামেননি তারা। একপর্যায়ে শিল্প পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

আরকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজিব আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান জানান, আরকে গ্রুপের শ্রমিকদের বেতনের একটি ঝামেলা ছিল। পরে আমাদের শিল্প পুলিশ সেখানে গিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত