ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। পূর্ব জাভা, প্রাদেশিক রাজধানী সুরাবায়া ও পার্শ্ববর্তী প্রদেশে এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতেও কম্পন অনুভূত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) অনুভূত এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে।
আর ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতি বিষয়ক সংস্থা বিকেএমজি’র বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়। গত বছর বান্দা সাগর এলাকায় এবং তার আগে ২০২২ সালে পশ্চিম জাভায় বড় ধরনের ভূমিকম্পে বহু মানুষ নিহত হন।