বলা হয়ে থাকে, রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে না। তবে মানুষের মনে গেঁথে থাকা এই ধারণা “ভিত্তিহীন” বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শামছুল আলম।
তিনি বলেন, “সুগন্ধি বলতে আতর ব্যবহার করা যাবে, এটা তো নবীর সুন্নত। যুগে যুগে নবি-রাসুলরা আতর ব্যবহার করে গেছেন। এটা ব্যবহারে কোনো নিষেধ নেই।”
তবে পারফিউমও ব্যবহার করা যাবে কি-না, এমন এক প্রশ্নের মুখে তিনি জানান, পারফিউম ব্যবহারের বিষয়ে এক ধরনের ‘সতর্কতা’ আছে।
“কারণ পারফিউম তৈরিতে নাকি চর্বি ব্যবহৃত হয়। এটা তো আমরা জানি না। তাই এটা ব্যবহার করা থেকে বিরত থাকলেই বেশি ভালো হয়, শুধু আতর ব্যবহার করা ভালো।”
তবে ঢাবির এই শিক্ষক আরও বলেন, “কিন্তু আপনি পারফিউম ব্যবহার করতে পারেন, কারণ এটি তৈরির সময় তো আপনি দেখেননি। তবে বেশি তাকওয়া (ধার্মিকতা বা ধর্মপরায়ণতা) দেখাতে চাইলে দিনের বেলা ব্যবহার না করাই ভালো। একদম-ই ব্যবহার না আরও ভালো।”
পারফিউম বা আতর ব্যবহার করা রোজা ভাঙার কারণ না উল্লেখ করে তিনি আরও বলেন, “তাছাড়া, পৃথিবীতে কিন্তু এখন সবকিছু হালালও উৎপাদন হয়। তাই, কেনার সময় খেয়াল করা দরকার যে কোন দেশ হালাল উৎপাদন করে। এসব বিষয়ে একটু সচেতন হয়ে চলা উচিত।”
https://bangla.dhakatribune.com/78625