অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-৭ আসনের (গাবতলী-শাজাহানপুর) সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ও তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ মার্চ) দুপুরে দুর্নীতি দমন কমিশনের বগুড়া কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দুটি করেন।
আগের দিন রোববার (২৪ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। মামলা দুটির মধ্যে বাবলুর স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ ১০ হাজার ২৯৩ টাকা অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। বাবলুর নামে পাওয়া যায় ৭৫ লাখ ২৯ হাজার ৪৭৮ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের বগুড়া কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
দুদকের বগুড়া কার্যালয় সূত্র জানায়, সাবেক এমপি রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে ২০২১ সালের ৭ মার্চ চিঠি দেয় দুদক। ওই চিঠিতে ১৪ মার্চের মধ্যে সম্পদের বিবরণীসহ এমপি বাবলু ও তার পরিবারের সদস্যদের দুদকের বগুড়া কার্যালয়ে হাজির হতে বলা হয়। এরপর একাধিকবার সময় বাড়িয়ে নেয়ার পর সম্পদের ব্যয় বিবরণী জমা দেন বাবলু। এমপি ও তার পরিবারের সম্পদের বিবরণী জমা দেয়ার পর অনুসন্ধানে নেমে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের হদিস পান দুদক কর্মকর্তারা। সেই তথ্যের ভিত্তিতে মামলা হয়।