আগামী ৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা চলাকালীন সময়ে জেলা বিএনপি’র দুগ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান তার বক্তব্য বলেন এভাবে সংগঠন চলতে থাকলে সাতক্ষীরা দুগ্রুপের আমানের মতো নেতা কর্মীরা নিহত হবে। এমন বক্তব্যের পর দু’গ্রুপ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। যেটি কয়েক মিনিট ধরে চলতে থাকে। একপর্যায়ে কেন্দ্রীয় নেতা জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র কথামতো হাতাহাতি থেমে যায়।
এরপর বক্তব্যে তিনি বলেন, যতই আমাদের দলের ভেতরে থাকুক আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।
পরে আবারও নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
https://www.facebook.com/aznewsbdcom/videos/6158107557553534