পাকিস্তানে ঈদ-উল-ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
পাকিস্তানে ঈদ-উল-ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি) জানিয়েছে, দেশটিতে আগামী ৯ এপ্রিল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশটিতে ১০ এপ্রিল মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সোমবার (১ এপ্রিল) পিএমডি জানিয়েছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের “জন্ম” হবে। পরদিন ৯ এপ্রিল সন্ধ্যায় এটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। সেদিন সূর্যাস্তের পর ৫০ মিনিটের বেশি আকাশে পবিত্র শাওয়ালের এ চাঁদ দেখা যেতে পারে।

গত ১১ মার্চ পাকিস্তানে এ বছরের রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে দেশটিতে রোজা পালন শুরু হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস সঠিক হলে দেশটিতে এ বছর ২৯টি রোজা রাখবেন মুসলিমরা।

পিএমডি জানিয়েছে, ৯ এপ্রিল পাকিস্তানের বেশিরভাগ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তরাঞ্চলে কিছুটা মেঘলা থাকতে পারে।

ইসলামিক ক্যালেন্ডারে মাসের হিসাব চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই নতুন চাঁদ না দেখে আগে থেকেই নির্ধারণ করা কোনো দিন বা তারিখে রোজা পালন শুরু বা শেষ করা কিংবা ঈদ উদযাপনের সুযোগ নেই।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাকিস্তানে ঈদ-উল-ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

পাকিস্তানে ঈদ-উল-ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি) জানিয়েছে, দেশটিতে আগামী ৯ এপ্রিল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশটিতে ১০ এপ্রিল মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সোমবার (১ এপ্রিল) পিএমডি জানিয়েছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের “জন্ম” হবে। পরদিন ৯ এপ্রিল সন্ধ্যায় এটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। সেদিন সূর্যাস্তের পর ৫০ মিনিটের বেশি আকাশে পবিত্র শাওয়ালের এ চাঁদ দেখা যেতে পারে।

গত ১১ মার্চ পাকিস্তানে এ বছরের রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে দেশটিতে রোজা পালন শুরু হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস সঠিক হলে দেশটিতে এ বছর ২৯টি রোজা রাখবেন মুসলিমরা।

পিএমডি জানিয়েছে, ৯ এপ্রিল পাকিস্তানের বেশিরভাগ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তরাঞ্চলে কিছুটা মেঘলা থাকতে পারে।

ইসলামিক ক্যালেন্ডারে মাসের হিসাব চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই নতুন চাঁদ না দেখে আগে থেকেই নির্ধারণ করা কোনো দিন বা তারিখে রোজা পালন শুরু বা শেষ করা কিংবা ঈদ উদযাপনের সুযোগ নেই।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।