বাংলদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ক্রটির কারণে বিমানটি নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের বিলের মধ্যে ধান ক্ষেতে জরুরিভাবে অবতরণ করে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে যান্ত্রিক ক্রটিপূর্ণ প্রশিক্ষণ বিমানটি উদ্ধার করা হয়েছে।
যশোর থেকে বিমান বাহিনীর একটি টেকনিক্যাল টিম এসে বিমানটি কে হেলিকপ্টারে করে মাইজপাড়া ইউপির চারখাদা স্কুল মাঠে আনা হয়। সেখান থেকে বিমান বাহিনীর একটি ট্রাকে করে যশোর ঘাঁটিতে নেয়া হয়েছে।
গতকাল বুধবার দুপর ২টা ৫৪ মিনিটে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের ধানক্ষেতে বিমানটি পড়ে। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটির নম্বর ২৭২০। প্রশিক্ষণ বিমানটি যশোর বিমানবন্দর থেকে ১টা ৩৪ মিনিটে আকাশে উড়ে।
নড়াইল সদর থানার তদন্তকারী কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ধান খেতে বিমানটি জরুরি অবতরণ করে। পরে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার এসে দুই পাইলটকে নিয়ে গেছে। তারা হলেন স্কোয়াড্রন লিডার নাদিম ও স্কোয়াড্রন লিডার মাহফুজ। তারা দুজনই সুস্থ আছেন।