পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইলে ভিজিএফ কর্মসূচির আওতায় ২৯ হাজার ৩২৮ জন কার্ড ধারী দুস্থদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৭এপ্রিল) সকালে নড়াইল পৌরসভা চত্ত্বরে পৌরসভার কার্ডধারীদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। এ কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভায় চার হাজার ৬২১ জন কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাউল দেয়া হচ্ছে।
জেলায় ২৯ হাজার ৩২৮ জন কার্ড ধারী দুস্থদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণের জন্য ২৯৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। জেলার তিনটি উপজেলায় ২০ হাজার ৮৬ জন কার্ড ধারীর জন্য ২৮৬ মেট্রিক টন ও তিনটি পৌরসভায় ৯ হাজার ২৪২ জন কার্ড ধারীর জন্য ৯২.৪২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি কার্ডধারীকে বিনামুল্যে ১০ কেজি করে চাল দেয়া হবে।