ঈদে অপূর্ব-সাফার ‘ভালোবাসার কয়েকটাদিন’

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ঈদে অপূর্ব-সাফার ‘ভালোবাসার কয়েকটাদিন’
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও সাফা কবির। ইতোমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে নজর কেড়েছেন এই জুটি। এবার ঈদে ফের পর্দা মাতাবেন অপূর্ব-সাফা।

আসন্ন ঈদুল ফিতরে ‘ভালোবাসার কয়েকটাদিন’ নামের একটি নাটকে অভিনয় করেছেন অপূর্ব-সাফা। সোহাইল রহমান রচনায় নাটকটি নির্মাণ করেছেন। নির্মাতা এস আর মজুমদার। অপূর্ব-সাফা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন ফরহাদ লিমন।

মূলত একজন লেখকের জীবন নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। আর দশজন লেখকের মতই এলোমেলো জীবন রাফসান আহমেদের। তার বন্ধু চায়ের দোকানদার রমিজ। রাফসান একদিন রমিজের প্রেমকাহিনী লিখবে। কিন্তু তার আগে নিজের প্রেমকাহিনীই লিখলো। বিখ্যাত গায়িকা ওরিনকে পছন্দ করে রাফসান৷ তার সব গান শোনে। একটা পার্টিতে গিয়ে ওরিনের সঙ্গে দেখা হয় রাফসানের।

ওরিনও রাফসানের সব বই পড়েছে শুনে অবাক হয় সে। বিশ্বাসই করতে পারে না৷ তারপর পার্টি থেকে বেরিয়ে ওরিনের গাড়ি ঠিক করতে হেল্প করে রাফসান। এভাবেই দুজনের মধ্যে সখ্যতা বাড়ে।

ওরিনের জন্য সবকিছু করতে পারবে রাফসান। ওরিনেরও বিষয়টা খুব ভালো লাগে। বিভিন্ন ঘটনা আর সারপ্রাইজের মাধ্যমে দুজনের সম্পর্ক আরও গাঢ় হয়। ধীরে ধীরে ভালোবাসায় রুপ নেয়।

তখন দেখা যায় রাফসান আসলে একটা গল্প লিখছে। লেখক হওয়ার এটাই সুবিধা। নিজের জীবন নিয়ে গল্প লেখা যায়। কল্পনায় তাকে আপন করে পাওয়া যায়, যাকে বাস্তবে পাওয়া সম্ভব না। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

অপূর্ব-সাফার ‘ভালোবাসার কয়েকটাদিন’ নাটকের শেষটা দেখতে হলে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়। ঈদের দিন রাত ৮টা ৩০মিনিটে নাটকটি প্রচারিত হবে আরটিভিতে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঈদে অপূর্ব-সাফার ‘ভালোবাসার কয়েকটাদিন’

ঈদে অপূর্ব-সাফার ‘ভালোবাসার কয়েকটাদিন’
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও সাফা কবির। ইতোমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে নজর কেড়েছেন এই জুটি। এবার ঈদে ফের পর্দা মাতাবেন অপূর্ব-সাফা।

আসন্ন ঈদুল ফিতরে ‘ভালোবাসার কয়েকটাদিন’ নামের একটি নাটকে অভিনয় করেছেন অপূর্ব-সাফা। সোহাইল রহমান রচনায় নাটকটি নির্মাণ করেছেন। নির্মাতা এস আর মজুমদার। অপূর্ব-সাফা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন ফরহাদ লিমন।

মূলত একজন লেখকের জীবন নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। আর দশজন লেখকের মতই এলোমেলো জীবন রাফসান আহমেদের। তার বন্ধু চায়ের দোকানদার রমিজ। রাফসান একদিন রমিজের প্রেমকাহিনী লিখবে। কিন্তু তার আগে নিজের প্রেমকাহিনীই লিখলো। বিখ্যাত গায়িকা ওরিনকে পছন্দ করে রাফসান৷ তার সব গান শোনে। একটা পার্টিতে গিয়ে ওরিনের সঙ্গে দেখা হয় রাফসানের।

ওরিনও রাফসানের সব বই পড়েছে শুনে অবাক হয় সে। বিশ্বাসই করতে পারে না৷ তারপর পার্টি থেকে বেরিয়ে ওরিনের গাড়ি ঠিক করতে হেল্প করে রাফসান। এভাবেই দুজনের মধ্যে সখ্যতা বাড়ে।

ওরিনের জন্য সবকিছু করতে পারবে রাফসান। ওরিনেরও বিষয়টা খুব ভালো লাগে। বিভিন্ন ঘটনা আর সারপ্রাইজের মাধ্যমে দুজনের সম্পর্ক আরও গাঢ় হয়। ধীরে ধীরে ভালোবাসায় রুপ নেয়।

তখন দেখা যায় রাফসান আসলে একটা গল্প লিখছে। লেখক হওয়ার এটাই সুবিধা। নিজের জীবন নিয়ে গল্প লেখা যায়। কল্পনায় তাকে আপন করে পাওয়া যায়, যাকে বাস্তবে পাওয়া সম্ভব না। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

অপূর্ব-সাফার ‘ভালোবাসার কয়েকটাদিন’ নাটকের শেষটা দেখতে হলে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়। ঈদের দিন রাত ৮টা ৩০মিনিটে নাটকটি প্রচারিত হবে আরটিভিতে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত