মাদারীপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাসুদ রেজা ফিরোজী জেলা প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে সদর উপজেলায় মাদ্রায় বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে মাদারীপুর জেলা আওয়ামী লীগের নেতারা। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে ঝাউদি ইউনিয়নের মাদ্রা এলাকার ফারুক হাওলাদারের বাড়িতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ খান। তিনি জানান, মাদারীপুর সদর উপজেলার নির্বাচন অশান্ত করার উদ্দেশ্য ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের নেতৃত্বে মাদক ব্যবসায়ী, বালু সিন্ডিকেটের মূল হোতা রুবেল খান ও সোহেল খানের সহযোগিতায় বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করিতেছে। শনিবার মাদ্রা এলাকায় দেশিও অস্ত্রসহ মহড়া দিয়ে প্রায় ১৫টি ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট করে বলে দাবি করেন সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরো বলেন, একটি পক্ষ নির্বাচনে সাধারণ জনগণের মাঝে ভয়ভীতি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। তারা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তাই আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর অংশগ্রহণ মুলক করতে সকল সন্ত্রাসী ও অভিযুক্ত আসামিদের গ্রেফতার দাবি জানান।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক প্রমুখ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, শনিবার সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের উত্তর বোতলা গ্রামে নির্বাচনী বিরোধের জেরের কারণে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মাদারীপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে সদর উপজেলায় মাদ্রায় বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে মাদারীপুর জেলা আওয়ামী লীগের নেতারা। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে ঝাউদি ইউনিয়নের মাদ্রা এলাকার ফারুক হাওলাদারের বাড়িতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ খান। তিনি জানান, মাদারীপুর সদর উপজেলার নির্বাচন অশান্ত করার উদ্দেশ্য ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের নেতৃত্বে মাদক ব্যবসায়ী, বালু সিন্ডিকেটের মূল হোতা রুবেল খান ও সোহেল খানের সহযোগিতায় বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করিতেছে। শনিবার মাদ্রা এলাকায় দেশিও অস্ত্রসহ মহড়া দিয়ে প্রায় ১৫টি ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট করে বলে দাবি করেন সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরো বলেন, একটি পক্ষ নির্বাচনে সাধারণ জনগণের মাঝে ভয়ভীতি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। তারা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তাই আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর অংশগ্রহণ মুলক করতে সকল সন্ত্রাসী ও অভিযুক্ত আসামিদের গ্রেফতার দাবি জানান।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক প্রমুখ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, শনিবার সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের উত্তর বোতলা গ্রামে নির্বাচনী বিরোধের জেরের কারণে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত