আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস কর্তৃক জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, রাজস্থলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমার ছেলে বাঙ্গালহালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উয়েমং মারমা এবং রুপান্তর বাংলা পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন রানা।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান ২ নং গাইন্দ্যা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা গৌতমী খিয়াং এবং রাজু আক্তার। উল্লেখ যে, আগামী (২১ মে) মঙ্গলবার পূর্বঘোষিত তারিখ অনুযায়ী দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন অফিস।