জব্বারের বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
জব্বারের বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফ বলী চ্যাম্পিয়ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল পৌনে ৫টায় নগরীর লালদীঘি ময়দানে জমজমাট এই বলী খেলায় একই জেলার মোহাম্মদ রাশেদকে হারিয়ে বাঘা শরীফ চ্যাম্পিয়ন হয়। মূলত মোহাম্মদ রাশেদ আত্মসমর্পণ করলে বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। রানার্সআপ ঘোষণা করা হয় রাশেদকে। এ ছাড়া তৃতীয় হয়েছেন খাগড়াছড়ির সৃজন চাকমা।

লালদিঘীর মাঠ ঘিরে হাজারও দর্শকের উপস্থিতিতে বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় বলী খেলার ১১৫তম আসর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলীখেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জব্বারের বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন

জব্বারের বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফ বলী চ্যাম্পিয়ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল পৌনে ৫টায় নগরীর লালদীঘি ময়দানে জমজমাট এই বলী খেলায় একই জেলার মোহাম্মদ রাশেদকে হারিয়ে বাঘা শরীফ চ্যাম্পিয়ন হয়। মূলত মোহাম্মদ রাশেদ আত্মসমর্পণ করলে বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। রানার্সআপ ঘোষণা করা হয় রাশেদকে। এ ছাড়া তৃতীয় হয়েছেন খাগড়াছড়ির সৃজন চাকমা।

লালদিঘীর মাঠ ঘিরে হাজারও দর্শকের উপস্থিতিতে বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় বলী খেলার ১১৫তম আসর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলীখেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত