বান্দরবানে ২ কেএনএফ সদস্যের মরদেহ!

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বান্দরবানে ২ কেএনএফ সদস্যের মরদেহ!
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা ও থানচির সীমান্তবর্তী এলাকায় দুটি মরদেহ পড়ে থাকার খবর পেয়েছে পুলিশ। তাদের পরনের পোশাক দেখে ধারণা করা হচ্ছে, তারা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর সদস্য। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

রোববার (২৮ এপ্রিল) সকালে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই পাড়া এলাকায় মরদেহ দুটি দেখতে পাওয়া যায়।

পুলিশ জানায়, রোববার সকালে বাকলাই এলাকায় দুটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা কে বা কারা সে বিষয়ে জানা না গেলেও তাদের গায়ে কেএনএফ-এর পোশাক পরিহিত ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দেয়।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে দুটি লাশের খবর পেয়েছি, লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। জায়গাটি দুর্গম হওয়ায় পায়ে হেঁটে যেতে হচ্ছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।

উল্লেখ্য, ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ এর ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ২২ এপ্রিল রুমার উপজেলার মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর সশস্ত্র সদস্য লালরেন রোয়াত বম নিহত হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বান্দরবানে ২ কেএনএফ সদস্যের মরদেহ!

বান্দরবানে ২ কেএনএফ সদস্যের মরদেহ!
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা ও থানচির সীমান্তবর্তী এলাকায় দুটি মরদেহ পড়ে থাকার খবর পেয়েছে পুলিশ। তাদের পরনের পোশাক দেখে ধারণা করা হচ্ছে, তারা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর সদস্য। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

রোববার (২৮ এপ্রিল) সকালে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই পাড়া এলাকায় মরদেহ দুটি দেখতে পাওয়া যায়।

পুলিশ জানায়, রোববার সকালে বাকলাই এলাকায় দুটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা কে বা কারা সে বিষয়ে জানা না গেলেও তাদের গায়ে কেএনএফ-এর পোশাক পরিহিত ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দেয়।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে দুটি লাশের খবর পেয়েছি, লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। জায়গাটি দুর্গম হওয়ায় পায়ে হেঁটে যেতে হচ্ছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।

উল্লেখ্য, ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ এর ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ২২ এপ্রিল রুমার উপজেলার মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর সশস্ত্র সদস্য লালরেন রোয়াত বম নিহত হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত