কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের প্রাণহানি

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের প্রাণহানি
প্রতীকী ছবি

কুমিল্লার চার উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ চার জনের প্রাণহানি হয়েছে। নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছ (৫৮), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর সূর্যনগর গ্রামে আতিকুল ইসলাম (৫০), বুড়িচং উপজেলার কৃষক আলম হোসেন ও চান্দিনা উপজেলার কৃষক দৌলতুর রহমান (৪৭)।

বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টার পর বিভিন্ন সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশের সূত্র জানা যায়, চান্দিনা উপজেলার কিছমত-শ্রীমন্তপুর গ্রামে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দৌলতুর রহমান (৪৭) মারা যায়। বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়ন নোয়াপাড়া গ্রামে আলম হোসেন ধান কাটার সময়, বাকি দুইজন বৃষ্টির সময় বাইরে থাকায় ঘটনাস্থলে মারা যায়।

নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহগুলো পুলিশের পক্ষ থেকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের প্রাণহানি

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের প্রাণহানি
প্রতীকী ছবি

কুমিল্লার চার উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ চার জনের প্রাণহানি হয়েছে। নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছ (৫৮), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর সূর্যনগর গ্রামে আতিকুল ইসলাম (৫০), বুড়িচং উপজেলার কৃষক আলম হোসেন ও চান্দিনা উপজেলার কৃষক দৌলতুর রহমান (৪৭)।

বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টার পর বিভিন্ন সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশের সূত্র জানা যায়, চান্দিনা উপজেলার কিছমত-শ্রীমন্তপুর গ্রামে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দৌলতুর রহমান (৪৭) মারা যায়। বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়ন নোয়াপাড়া গ্রামে আলম হোসেন ধান কাটার সময়, বাকি দুইজন বৃষ্টির সময় বাইরে থাকায় ঘটনাস্থলে মারা যায়।

নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহগুলো পুলিশের পক্ষ থেকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত